তড়িৎক্ষেত্র প্রাবল্য MCQS

1:তড়িৎক্ষেত্র প্রাবল্যের মাত্রা হলো -

a)[\(MLT^{-3}\)] b)[\(MLT^{-3}I^{-1}\)] c)[\(MLT^{-3}I^{-2}\)] d)[\(MLT^{-3}I\)]

2:মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মাত্রা হলো -

a)[\(M^{-1}L^{-2}I^2] \)b)[\(M^{-1}L^{-3}T^{4}I^2\)] b)[\(ML^{-3}T^{-4}I^{-2}\)] d)[\(ML^{-3}I^2\)]

3:একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে q একক পরিমাণ আধান থাকলে তার কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে(x=সমান বাহুর দৈর্ঘ্য )-

a)\(\frac{q}{x^2}\) b)\(\frac{4q}{x^2}\) c)\(\frac{4q}{4\pi\epsilon_0x^2}\) d)0,

4:qআধানযুক্ত একটি তৈল বিন্দুর ভর m: কত তড়িৎক্ষেত্র প্রাবল্যের তড়িৎক্ষেত্রে ওই তৈল বিন্দুটি সাম্যবস্থায় থাকবে -

a)\(\frac{2mg}{q}\) b)\(\frac{m}{gq}\) c)\(\frac{mg}{q}\) d)\(\frac{mg}{2q}\).

5: E মানের একটি সুসময় তড়িৎক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত। যার আধান -e এবং ভর m .E এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। এই অবস্থায় E এর মান-

a)\(\frac{mg}{e}\) b)\(mge\)c)\(\frac{e}{mg}\) d)\(\frac{e^2g}{m^2}\)

6:বায়ুর মাধ্যমে রক্ষিত কোন আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব \(\sigma\)।পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িত প্রাবল্য

a)\(\frac{\sigma}{\epsilon_0}\) b)Zero c)1 d) None.

7:8.85C তড়িৎ আধান একটি মাধ্যমে রাখা আছে ,যার পরাবৈদুতিক ধ্রুবক 10 । আধানটি থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা হল

a)\(10^{10}\) b)\(10^{12}\) c)\(10^{13}\) d)\(10^{11}\)

8:তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর মাত্রীয় সংকেত

a)[\(ITL \) ]b)[\(I^2T^2 L\)] c)[\(I^{-1}T^{-2}L] d) [ILT^{-2}]\)

9:একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর পক্ষ বরাবর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে ক্ষেত্রপ্রাবল্য \(E_1\) এবং এবং লম্ব সমদ্বিখন্ডকের ওপর 2r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য \(E_2\) হলে

a)\(E_2=-\frac{E_1}{8}\) b)\(E_2=-\frac{E_1}{16}\) c)\(E_2=-\frac{E_1}{26}\) \(E_2=\frac{E_1}{16}\)

10:তড়িৎ ফ্লাক্স এর মাত্রীয় সংকেত-

a)\(ML^2T^{-2}I\) b)\(ML^3T^{-3}I\) c)\(MLT^{-2}I^{-2}\) d)\(ML^3T^{-3}I^{-1}\)

\(\boxed{ANSWER:- 1b, 2b, 3d, 4c,5a, 6a, 7d, 8a, 9b, 10d.}\)