LINEAR MOTION MCQ PRACTICE SET-2
একমাত্রিক গতি (MCQ)
1:একটি গাড়ি তার যাত্রা পথের অর্ধেক দূরত্ব 40km/hবেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 km/hবেগে গেল। গাড়ির গড় দ্রুতি হল-
(a)40 km/h b)48 km/h c)50 km/h d)60 km/h.
2:একটি অবাধে পতনশীল বস্তু তার গতির প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থ সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার অনুপাত হলো -
a)1:2:3:4 b)1:3:5:7 c)1:4:9:16 d)1:1:1:1
3:দুটি কণার সরণ - সময় লেখচিত্র x অক্ষের সঙ্গে যথাক্রমে \(30^0\) ডিগ্রি ও\(45^0\) ডিগ্রি কোণ উৎপন্ন করে। কণা দুটির বেগের অনুপাত হলো
a)\(\sqrt{3}\):1 b)1:1 c)1:2 d)1:\(\sqrt{3}\)
4:একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব v দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 2v বেগে অতিক্রম করল .গাড়ির গড় দ্রুতি হলa)\(\frac{v}{3}\) b)\(\frac{2v}{3}\)
c)\(\frac{4v}{3}\) d)\(\frac{3v}{4}\)
5:একটি রকেট ভূমি থেকে 50 \(ms^{-2}\) ত্বরণ নিয়ে উপরদিকে উঠল। এক মিনিট পর জ্বালানি শেষ হলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে ?
a)42.3 km b)48.4 km c)36.4 km d)25.6 km
6:একটি কণাকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 9\(ms^{-2}\) বেগে ছোড়া হল বলটি কত সময় পরে দ্বিতীয়বার 4 মিটার উচ্চতায় আসবে?(g=10\(ms^{-2}\)
a)1.3s b)1.2s c)1.1s d)1.0s .
7:এক ব্যক্তি একটি বাস থেকে যখন 6m দূরে তখন বাসটি 3\(ms^{-2}\) ত্বরণে চলতে শুরু করল। ওই ব্যক্তি ন্যূনতম কত বেগে গেলে বাসটিকে ধরতে পারবেন ?
a)2m/s b)4m/s c)6m/s d)8m/s
8: একটি কোন স্থির অবস্থা থেকে সমত্বরনে যাত্রা শুরু করল। কণাটি n তম সেকেন্ডে এবং n সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার অনুপাত হবে-
a) \(\frac{2}{n}-\frac{1}{n^2}\) b)\(\frac{1}{n^2}-\frac{1}{n}\)
c)\(\frac{2}{n^2}-\frac{1}{n^3}\) d)\(\frac{2}{n}+\frac{1}{n^2}\)
9:100 মিটার উঁচু একটি বহু তলের শীর্ষ থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হল। ঠিক সেই মুহূর্তে অপর একটি বস্তুকে বহুতলের পাদদেশ থেকে 40m/s বেগে উপর দিকে ছড়া হলো। বস্তু দুটি কখন মিলিত হবে -a)3s b)2s c)2.5s d)5s
10:নদীর জল তল থেকে 122.5 মিটার উঁচুতে থাকা একটি সেতু থেকে একটি বলকে ছেড়ে দেওয়া হলো। এর 2s পর দ্বিতীয় একটি বলকে কি বেগে নিচের দিকে ছুড়লে বল দুটি একই সঙ্গে জলস্পর্শ করবে?a)40m\s b)55.5m/s c)26.1m/s d)9.6m/s.
👉 CLICK HERE FOR MCQ PRACTICE SET -3
ANSWERS:_1.b)48km/h 2.b)1:3:5:7 3.d)1:\(\sqrt{3}\) 4.c)\(\frac{4v}{3}\) 5.c)36.4 km 6.d)1.0s . 7.c)6m/s 8.a) \(\frac{2}{n}-\frac{1}{n^2}\) 9. c)2.5s 10.c)26.1m/s
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন