নিম্ন লিখিত প্রশ্ন গুলির উত্তর দাও
1:একটি বস্তুর ওপর 5N বল ক্রিয়া করায় বস্তুর সরণ হলো 10m। কৃতকার্য 25J হলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত?
2:2mএবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির সমান তাদের ভরবেগের অনুপাত কত?
3:একই রৈখিক ভরবেগ সম্পন্ন দুইটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 । তাদের ভরবেগের অনুপাত কত ?
4:একটি বস্তুর ওপর এর\(\vec{F }\)বল প্রয়োগ করায় বস্তুর সরণ হলো\(\vec{ S }\)। কৃতকার্য কত?
5:একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বলের অভিমুখের সাথে \(60^0\ )কোণে বস্তুর সরণ হলো 6m । এক্ষেত্রে কৃতকার্য কত ?
6:একটি বস্তুর উপর প্রযুক্ত বল \(4hat{i }+\hat{j}\) সরণ \(\hat{i}+2\hat{j}\)।কৃতকার্য নির্ণয় কর।
7:একটি বস্তুর উপর প্রযুক্ত বল\(\vec{F}=2\hat{i}+3\hat{j}+2\hat{k}\) এই বলের প্রভাবে একটি বস্তু মূল বিন্দু থেকে (4,3,2) বিন্দুতে গেল ।কৃতকার্য কত ?
8:একটি বস্তুর উপর প্রযুক্ত বলvec\(\vec{F}=\hat{i}+\hat{j}+\hat{k}\) এই বলের প্রভাবে একটি বস্তু (1,3,4) বিন্দু থেকে (7,5,5) বিন্দুতে গেল কৃতকার্য কত?
9:একটি বস্তুর উপর প্রযুক্ত বল পূর্ব দিকে 10 N। এর প্রভাবে বস্তুর সরণ হল উত্তর দিকে 5m ।কৃতকার্য কত ?
10:বল- সরণ লেখচিত্র সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কোন ভৌত রাশিকে প্রকাশ করে ?
11:\(\vec{F} \)বল এর প্রভাবে একটি বস্তু \(\vec{V}\) বেগে গতিশীল এর ক্ষমতা কত ?
12:একটি বস্তুর উপর ক্রিয়াশীল বল 10N বস্তুর বেগ 5 m/s ।বস্তুর ক্ষমতা কত ?
13:100 গ্রাম ভরের একটি বস্তু 10 m/s বেগে গতিশীল ।এর গতি শক্তি কত ?
14:M ভরের একটি বস্তুর গতিশক্তি E ।এর ভরবেগ কত ?
15: একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুন হবে?
16:একটি বস্তুর গতিশক্তি 4 গুণ করা হলে এর ভরবেগ কত গুণ হবে?
17:একটি বস্তুর বেগ 10% বৃদ্ধি করা হলে এর গতিশক্তির শতকরা বৃদ্ধি কত ?
18:একটি বস্তুর গতিশক্তি 44% বৃদ্ধি করা হলে এর ভরবেগের শতকরা পরিবর্তন কত হবে?
19:একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে এর বেগ 10m/s থেকে বেড়ে 20 m/s হলে কৃতকার্য কত?
20:একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 10cm বৃদ্ধিতে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি =U ।এর দৈর্ঘ্য 30 cm বৃদ্ধি করলে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে?
21:একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 10cm বৃদ্ধিতে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি =U ।এর দৈর্ঘ্য আরও 10cm বৃদ্ধি করতে অতিরিক্ত কত শক্তির প্রয়োজন হবে?
22:r ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে আবর্তনের জন্য বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ কত হওয়া প্রয়োজন?
23:r ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে আবর্তনের জন্য বৃত্তাকার পথের সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ কত হওয়া প্রয়োজন?
24:কোন প্রকার সংঘাতে ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে ?
25:কোন প্রকার সংঘাতে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্ত গতিশক্তি সংরক্ষিত থাকে না?
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন