1:একটি রকেট 100kg/s হারে জ্বালানি খরচ করে ।নির্গত গ্যাসের বেগ\(5\times{10^4} \)m/s। অভিকর্ষকে উপেক্ষা করলে রকেট যে পরিমাণ ঘাত অনুভব করে তা হল -

a)\(5\times{10^2}\)N

b)\(5\times{10^4}\)N

c)\(5\times{10^6}\)N

d)\(5\times{10^8}N\)

2:600kg ভরের একটি রকেট উলম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100m/s হয় তবে রকেটটিতে ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে উর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে?-

a)\(6kg/s\)

b)\(58kg/s\)

c)\(75kg/s\)

d)কোনোটিই নয়।

3:5000kg ভরের একটি রকেটকে উলম্বভাবে উৎক্ষেপণ করা হলো রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ800m/s। রকেটটিকে ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য যে ঘাত বল প্রয়োজন, তা সরবরাহ করতে হলে প্রতি সেকেন্ডে রকেটটি থেকে কত পরিমান গ্যাস নির্গত হবে?

a127.5kg

b)187.5 kg

c)185.5 kg

d)137.5 kg

4:ঊর্ধ্বমুখী একটি রকেট প্রতি সেকেন্ডে তার ভরের1/40 অংশ হারায় ।যদি নির্গত গ্যাসের বেগ 4000m/sহয় তাহলে রকেটের ত্বরণ কত হবে -

a)\(30m/s^2\)

b)\(50m/s^2\)

c)\(70m/s^2\)

d)\(100m/s^2\)

5:একটি রকেটে ন্যূনতম কি হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে উর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে ?ওঠার মুহূর্তে রকেটের ভর 4000kg এবং নির্গত গ্যাসের বেগ 400m/s।

a)48kg/s

b)68kg/s

c)88kg/s

d)98kg/s

6:1000 কেজি ভরের একটি কামান থেকে 50 kg ভরের একটি গোলা 40m/s বেগে ছোঁড়া হলো । কামানটি কত বেগে পিছনে সরবে? কামানের চাকার সঙ্গে ভূমির ঘর্ষণ বল কামানের ওজনের 1/10 অংশ হলে কামানটি কতখানি দূরত্ব অতিক্রম করবে(g=10m/s^2)

a)2m/s,2m

b)2m/s,1m

c)1m/s,2m

d)1m/s,1m.

ANSWER:-

1:c)\(5\times{10^6}\)

2:b)\(58kg/s\)

3:b)187.5ks/s

4:d)\(100m/s^2\)

5:d)98kg/s

6:a)2m/s,2m