Assertion and Reasoning

Q:-1 [Ass]গতি পরিবর্তনের জন্য একটি বাহ্যিক বল প্রয়োজন।

[R]কোন বস্তু স্থির অবস্থায় থাকবে বা সমবেগে চলতে থাকবে যতক্ষণ না বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো -

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

Q:-2 [Ass]ত্বরণ অর্জনের জন্য সবসময় একটি বাহ্যিক বল প্রয়োজন ।

[R]বল বস্তুর গতি পরিবর্তনের কারণ।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো -

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

Q:-3 [Ass]সাইকেল চালানোর সময় আমরা পিছনের দিকে বল প্রয়োগ করি ।

[R]প্রতিক্রিয়া বল আমাদেরকে সামনের দিকে ঠেলে দেয়।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো -

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

Q:-4 [Ass]চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে এগিয়ে যায়।

[R]নিউটনের প্রথম গতি সূত্র অনুসারে গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকতে চায়।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো -

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

Q:-5 [Ass] 60 কেজি ভরের এক ব্যক্তির প্যারাসুটের মাধ্যমে সম বেগে নিচের দিকে নামছে। ব্যক্তিটির উপর বায়ুর বাধা 588N।

[R]উর্ধ্বমুখী বায়ুর বাধা = নিম্নমুখী ওজন।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো -

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

Q:-6 [Ass]ঝুলন্ত দড়ি বেয়ে সমবেগে ওপরে উঠলে দড়ির টান অপরিবর্তিত থাকে।

[R]ঝুলন্ত দড়ি বেয়ে সমবেগে নিচে নামলে দড়ির টান হ্রাস পায়।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো

-

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

Q:-7 [Ass]একজন লোক একটি উচ্চতা থেকে বালির স্তূপে পড়লে সে আঘাত পায়,সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের উপর পড়ে তবে তার চেয়ে বেশি আঘাত পায় ।

[R]সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাত বালির স্তুপ কতৃক প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়।

উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো -

a )A ও R উভয়ের সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

b )A ও R উভয়ের সঠিক কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয় ।

c )A সঠিক কিন্তু R সঠিক নয়।

d )A সঠিক নয় কিন্তু R সঠিক ।

ANSWER: 1A 2A 3A 4A 5A 6C 7a {DMT EX}