Mechanics

Class-Xi

(Statics)

FIll in the blanks

1)10 কেজি ভর ও 20 cm ব্যাসার্ধের একটি চাকতি এর ভরকেন্দ্রগামী এবং তলের অভিলম্ব অক্ষ সাপেক্ষে 600rpm কৌণিক বেগে ঘুরছে ।10 s সময়ে চাকতিটিকে স্থির অবস্থায় আনতে প্রয়োজনীয় মন্দন টর্ক এর মান হবে_____ \(\pi\times{10^{-1}}\) N.m

a)4

b)2

c)1

d)3

2) 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমতলের কেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব xcm। x এর মান___________।

a)1.

b)2

c)3

d)4

3)বস্তুর ভরকেন্দ্র বস্তুর এমনই একটি অদ্বিতীয় বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধু ____ উৎপন্ন হয়; কোন _____উৎপন্ন হয় না।

a) রৈখিক গতি; কৌণিক ত্বরণ

b)আবর্ত গতি ;রৈখিক গতি

c)টর্ক ;গতি

d)রৈখিক গতি;আবর্ত গতি

4) দৃঢ়ভাবে আবদ্ধ বস্তুসমূহের ভরকেন্দ্র বলতে এমন একটি বিন্দু বোঝায় যে বিন্দুর ভেতর দিয়ে কোন সমতল অতিক্রম করলে ওই তলের এক দিকের____ অপর দিকের _____এর সমান হয়।

a)ভর ভ্রামক; ভর ভ্রামক ভর

b)ভর ;ভর

c)ভর; ভর ভ্রামক ভর

d)বল;বল

5)\(m_1\) ও\(m_2\)ভরের দুটি গোলকের ভরকেন্দ্র ওই গোলকদ্বয়ের কেন্দ্রবিন্দুর সংযোগকারী রেখার উপর (যথাক্রমে\(r_1\) ও\(r_2\))এমন ভাবে থাকে যাতে _______ও _______ সমান হয়।

a)\(m_1m_2;r_1r_2\) b)\(m_1r_2;m_2r_1\) c)\(m_1{r_1}^2;m_2{r_2}^2\) d)\(m_1r_1;m_2r_2\)

6)বাইরে থেকে কোন _____প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট _______ধ্রুবক হয় ।

a)বল; শক্তি

b)টর্ক ;শক্তি

c)বল ;ভরবেগ

d) টর্ক ;ভরবেগ

7)একই বস্তুর একাধিক ভর কেন্দ্র থাকতে____ আবার ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরেও থাকতে_______।

a)পারে না ;পারে না

b) পারে না; পারে

c) পারে; পারে

d) পারে ;পারে না

8)1কেজি ভর বিশিষ্ট একটি নিরেট গোলক সমতলে পিছলে না গিয়ে গড়িয়ে পড়ছে ।এটির গতিশক্তি \(7\times{10^{-3}}\) জুল।গোলকটির ভরকেন্দ্রের গতিবেগ_______\(cm.s^{-1}\)

a) 5

b)10

c)15

d)20

9)2 কেজি ভরের একটি নিরেট গোলক 2240J গতিশক্তি নিয়ে অনুভূমির তলে গড়াতে শুরু করল। গোলকটর ভরকেন্দ্রের বেগ হবে_____\(m.s^{-1}\)

a)20

b)10

c)30

d)40

Answer:1a 2c 3d 4a 5d 6c 7b 8b 9d