•   সরন - সময় লেখচিত্রের নাতি বেগকে প্রকাশ করে। 
  • বেগ  - সময় লেখচিত্রের নাতি ত্বরণকে  প্রকাশ করে। 
  • বেগ  - সময় লেখচিত্র সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা  ত্বরণকে  প্রকাশ করে।
  • ত্বরণ   - সময় লেখচিত্র সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা  ওই সময়ে বেগের পরিবর্তনকে  প্রকাশ করে। 
  • সমবেগে গতিশীল একটি বস্তু কণার সরণ- সময় লেখচিত্রটি হল মূলবিন্দু গামী  সরলরেখা।
  • লেখচিত্রটি সময় অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে \(\theta\) কোন উৎপন্ন করলে, বস্তুর বেগ \(v=tan\theta\).
  • সমবেগে গতিশীল দুটি বস্তু কণার সরন সময় লেখচিত্র , সময় অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে \(\theta_1\) ও  \(\theta_2\) কোন উৎপন্ন করলে,বস্তু দুটির বেগের অনুপাত \(v_1:v_2=tan\theta_1:tan\theta_2\)