Taken from QUestion bank

1:দুটি আহিত কণার মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল 36 নিউটন। এখন আধান দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে ওই বলের মান কত হবে- a)36 N b)20N c)9N d)4N

2:দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান F । প্রতিটি আধানের মান দ্বিগুণ এবং উহাদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে -

a)4F

b)2F

c)F

d)F/2

3:বাতাসে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল F । ওই আধান দুটির মান এবং দূরত্ব অপরিবর্তিত রেখে এদের মাঝে 2 আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যম প্রবেশ করানো হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে?

a)F

b)10F

c)F/10

d)F/2

4:তড়িৎ প্রাবল্যের SI একক হল a)N/C b)N.C c)C/N d)N 5:দুটি +qও +qমানের আধান এর সংযোগী রেখার মধ্যবিন্দুতে অপর একটি Qআধান রাখা হলো। আধান তিনটি যদি সাম্যবস্থায় থাকে তবে Q এর মান -

a)-q

b)-2q

c)-q/2

d)-q/4

6: 0.05gভর বিশিষ্ট একটি পীথ বল 100esu তড়িৎ আধান বহন করে। এই বলটির ঠিক 10 cm ওপরে একটি তড়িদাহিত ধাতব বল এমন ভাবে আছে যাতে পিথ বলটি সাম্যবস্থায় থাকে। ধাতব বলটির আধান কত?

a)-49esu

b)-10 esu

c)+15 esu

d)-30 esu.

7:(x,0)বিন্দুতে রাখা +Q আধান এবং (-x,0)বিন্দুতে রাখা -Q আধান এর জন্য (0,y)বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে-

a) X অক্ষ বরাবর

b ) -X অক্ষ বরাবর

c ) -Y অক্ষ বরাবর

d ) Z অক্ষ বরাবর।

8:একটি অসীম বিস্তৃত সমতল ধাতব পাতকে একটি K পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে আধান 𝛔 ঘনত্বে আহত করা হলো ধাতব পাতটির পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য হব -ে

a)\(\frac{\sigma}{k\epsilon_0}\)

b)\(\frac{\sigma{k}}{\epsilon_0}\)

c)\(\frac{2\sigma}{k\epsilon_0}\)

d)\(\frac{\sigma}{2k\epsilon_0}\)

9:দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে 𝛔 তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো।পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যেকোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে-

a)\(\frac{\sigma}{2\epsilon_0}\)

b)\(\frac{\sigma}{\epsilon_0}\)

c)\(\frac{2\sigma}{\epsilon_0}\)

d)শূন্য

10:একটি তড়িৎদ্বি মেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং একই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর একই দূরত্বের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত হবে -

a)2:1

b)1:2

c)1:1

d)কোনটি নয়।

11: তড়িৎ ফ্লাক্সের এসআই একক হল -

a)\(vm^{-1}\)

b\(v.m\)

c)\(v.m^2\)

d)\(v.m^{-2}\).

12:বায়ু মাধ্যমের রক্ষিত একটি ঘনকের মধ্যে q আধান আছে। ওই ঘনক থেকে নির্গত মোট ফ্লাক্স কত?

a)\(\frac{q}{\epsilon_0}\)

b)\(\frac{q}{6\epsilon_0}\)

c)\(\frac{6q}{\epsilon_0}\)

d) \(\frac{2q}{\epsilon_0}\)

13: বায়ুর মাধ্যমে একটি ঘনকের মধ্যে q আধান রাখা আছে। ওই ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত?

a)\(\frac{q}{\epsilon_0}\)

b)\(\frac{q}{6\epsilon_0}\)

c)\(\frac{6q}{\epsilon_0}\)

d) \(\frac{2q}{\epsilon_0}\)

14: বায়ু মাধ্যমের রক্ষিত একটি ঘনকের একটি তলের মধ্যবিন্দুতে q আধান রাখা আছে। ওই ঘনকের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত?

a)\(\frac{q}{\epsilon_0}\)

b)\(\frac{q}{2\epsilon_0}\)

c)\(\frac{2q}{\epsilon_0}\)

d) \(\frac{4q}{\epsilon_0}\)

15: বায়ুর মাধ্যমে রক্ষিত একটি ঘনকের কোন একটি প্রান্তরেখার মধ্যবিন্দুতে q আধান রাখা আছে। ঘনকটির মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে ?

a)\(\frac{q}{\epsilon_0}\)

b)\(\frac{q}{4\epsilon_0}\)

c)\(\frac{4q}{\epsilon_0}\)

d) \(\frac{2q}{\epsilon_0}\)

16:বায়ুর মাধ্যমে রক্ষিত একটি ঘনকের কোন একটি শীর্ষবিন্দুতে q আধান রাখা আছে। ওই ঘনত্বের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে ?

a)\(\frac{q}{8\epsilon_0}\)

b)\(\frac{8q}{\epsilon_0}\)

c)\(\frac{6q}{\epsilon_0}\)

d) শূন্য

17:ঘনকের মধ্যে একটি তড়িৎদ্বিমেরু রাখা আছে। ঘনকের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে?

a)\(\frac{\sigma}{8\epsilon_0}\)

b)\(\frac{8\sigma}{\epsilon_0}\)

c)\(\frac{6\sigma}{\epsilon_0}\)

d) শূন্য

18;একটি অর্ধগোলকাকার বস্তুর বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে q আধান রাখা আছে। অর্ধ গোলকাকার অংশের মধ্য দিয়ে মোট নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে?

a)\(\frac{q}{\epsilon_0}\)

b)\(\frac{q}{2\epsilon_0}\)

c)\(\frac{2q}{\epsilon_0}\)

d) \(\frac{4q}{\epsilon_0}\)

19: দ্বিমেরু ভ্রামক এর মাত্রা হলো

a)\(M^0LTI\) b)\(ML^2T^{-2}I\) c)\(MLTI\) d)\(ML^2T^{-1}I\)

20: P দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে E প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমের উপর ক্রিয়াশিল টর্ক -

a)\(\vec\tau\)=\(\vec{p}\times\vec{E}\)

b)\(\vec\tau\)=\(\vec{p}.\vec{E}\)

c)\(\vec\tau\)=\(\vec{P}+\vec{E}\)

d)\(\vec\tau\)=\(0\)

21:একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন দূরত্বে একটি আধান রাখা হলে আধানটির ওপর ক্রিয়াশীল বলের মান হয় F ।এখন ওই দূরত্ব দ্বিগুণ করা হলে আধানটির উপর ক্রিয়াশীল বলের মান হবে -

a)F

b)\(\frac{F}{2}\)

c)\(\frac{F}{4}\)

c)\(\frac{F}{4}\)

d)\(\frac{F}{8}\)