দ্বাদশ শ্রেণী - পদার্থবিদ্যা
পদার্থের চৌম্বক ধর্ম
ভূচুম্বকত্বের উপাদান সমূহ:
- i) বিনতি কোণ
- ii) চ্যুতিকোন
- iii) ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ
উ: ভূপৃষ্ঠের কোন স্থানে ভূূচৌম্বক প্রাবল্য অনুভূমিক তলের সাথে যে কোন উৎপন্ন করে তাকে ওই স্থানের বিনতি কোণ বলা হয়।
উ: কলকাতায় ভুচৌম্বক প্রাবল্যে অনুভূমির তলের সাথে
(কোন স্থানে দণ্ড চুম্বক N মেরু নিচের দিকে ঝুঁকে থাকলে ওই স্থানের বিনতি কোন ধনাত্মক এবং S মেরু নিচের দিকে ঝুলে থাকলে ওই স্থানে বিনতি কোন ঋণাত্মক ধরা হয়।)
উ: পৃথিবীর দুই মেরুতে বিনতি কোণের মান হয়
উ: কোন স্থানের ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্য তলের মধ্যবর্তী কোণকে ওই স্থানের চ্যুতি কোণ বলা হয়।
উ: কলকাতায় ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ 33'। কলকাতায় একটি দন্ড চুম্বককে তার ভারকেন্দ্র থেকে অনুভূমির তলে অবাধে ঘূর্ণনে সক্ষম অবস্থায় ঝুলিয়ে দেওয়া হলে দন্ড চুম্বকটির অক্ষ ওই স্থানে ভৌগোলিক মধ্যরেখার সাথে 33' কোণ করবে। এক্ষেত্রে চুম্বকটির উত্তর মেরু ভৌগোলিক মধ্যরেখার পূর্বদিকে অবস্থান করবে।
উ: কোন স্থানে চৌম্বক মধ্যতলের অনুভূমিক দিক বরাবর ভুচৌম্বক ক্ষেত্রের উপাংশকে ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলা হয়।
উ: কলকাতার অনুভূমিক উপাংশ 0.37 oe বলতে বোঝায় কলকাতায় ভূচুম্বকত্বের দরুন চৌম্বক মধ্যতল বরাবর তার ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশের মান 0.37 oe।
উ: পৃথিবীর দুই মেরু অঞ্চলে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমির উপাংশের মান সর্বনিম্ন হয় এবং নিরক্ষীয় অঞ্চলে চুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশের মান সর্বোচ্চ হয়।
উ: কোন স্থানে উপস্থিত দুই বা ততোধিক চৌম্বক ক্ষেত্রের উপরি পাতনের ফলে যে নির্দিষ্ট বিন্দুতে চুম্বক প্রাবল্য বা চৌম্বক আবেশ শূন্য হয় সেই বিন্দুকে বলা হয় উদাসীন বিন্দু।
উদাসীন বিন্দুর অবস্থান
দণ্ড চুম্বকের উত্তর মেরু উত্তরমুখী অবস্থান
এ ক্ষেত্রে দন্ড চুম্বকের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর উদাসীন বিন্দু পাওয়া যায়।
ধরা যাক, একটি দন্ড চুম্বকের চৌম্বক দ্বিমেরুভ্রামক
r>>l হলে
দণ্ড চুম্বকের উত্তর মেরু দক্ষিনমুখী অবস্থান
এ ক্ষেত্রে দন্ড চুম্বকের অক্ষের ওপর উদাসীন বিন্দু পাওয়া যায়।
ধরা যাক, একটি দন্ড চুম্বকের চৌম্বক দ্বিমেরুভ্রামক
r>>l হলে
উ:পৃথিবী পৃষ্ঠের বিশাল অংশের ভুচুম্বকত্বের উপাদানগুলির হঠাৎ তীব্র পরিবর্তন হয় ।এই ঘটনাকে 'চৌম্বক ঝাঞ্ঝা'বলা হয় ।
'চৌম্বক ঝাঞ্ঝা' এর কারণ
ভুমিকম্প,আগ্নেয়গিরির বিশাল আগ্ন্যুৎপাত,বিশাল সৌরকলঙ্ক এর আবির্ভাব ,মেরুজ্যোতি ইত্যাদির প্রভাবে চৌম্বক 'ঝাঞ্ঝা'এর সৃষ্টি হয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন