Semiconductor Accordion

SEMICONDUCTOR

P-N JUNCTION DIODE, TRANSISTOR

অর্ধপরিবাহী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

উঃ -পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরকের মত আচরণ করে।

উঃ -উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ বৃদ্ধি পায়।

উঃ -অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক।

উঃ -গ্যালিয়াম আর্সেনাইড, ইনডিয়াম।

উঃ -N টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়।

উঃ -P টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়।

উঃ -একটি আদর্শ PN সংযোগ ডায়োডের সম্মুখ বায়াসে রোধ শূন্য ।

উঃ -একটি আদর্শ PN সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে রোধ অসীম।

উঃ -বিপরীত বায়াসে একটি PN সংযোগ ডায়োড খোলা সুইচ এর মত কাজ করে।

উঃ -আউটপুটের কম্পাঙ্ক50 Hz হবে ।

উঃ -আউটপুটের কম্পাঙ্ক100 Hz হবে ।

উঃ -জেনার ডায়োড ।

উঃ -হ্যাঁ ,উক্তিটি কি সত্য।

উঃ -ট্রানজিস্টরের নিঃসারক অঞ্চলটিকে সবচেয়ে বেশি মাত্রায় ডোপিং করা হয়।

উঃ -ট্রানজিস্টরের ভূমিস্তর খুব পাতলা করা হয়।

উঃ -ট্রানজিস্টরের ভূমিস্তর খুব কম মাত্রায় ডোপিং করা হয় ।

উঃ -ট্রানজিস্টারের সংগ্রাহক (C )অংশের বেধ সর্বাধিক করা হয় ।

উঃ -এমিটার স্তর থেকে মুক্ত হওয়া মুখ্য আধান বাহুগুলির কিছু অংশ বেশ অঞ্চলে এবং অবশিষ্ট অংশ কালেক্টর অঞ্চলে আধান বিনিময়ের ফলে বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।এমিটারকে বেশি মাত্রায় ডোপিং করা হলে বেশি মাত্রায় মুখ্য আধান-বাহক সৃষ্টি হয় এবং প্রবাহমাত্রা বৃদ্ধি পায় ।এই কারণে এমিটার স্তর বেশি মাত্রায় ডোপিং করা হয়।

উঃ -এমিটার অঞ্চল থেকে মুক্ত হওয়া মুখ্য আধান বাহকগুলির কিছু অংশ বেস অঞ্চলে এবং অবশিষ্ট অংশ কালেক্টর অঞ্চলে আধান বিনিময়ের ফলে বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।এখন ভূমির স্তরটি কম মাত্রায় ডোপিং করা হলে এই স্তরে কম মাত্রায় মুক্ত আধানবাহক উৎপন্ন হয় ।ফলে এমিটার থেকে আগত আধান বাহকের খুুব কম সংখ্যক এই স্তরে আধান বিনিময় করতে পারে আর বাকী আধান বাহকগুলি বেস স্তর পাতলা হলে সহজে কালেক্টর স্তরে পৌঁছাতে পারে ।ফলে নগন্য মানের বেস প্রবাহের জন্য ঊচচ মানের কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।এই কারণে বেস স্তর পাতলা ও কম মাত্রায় ডোপিং করা হয়।

উঃ -ট্রানজিস্টরের সংগ্রাহক অংশের বেধ সর্বাধিক করা হয়। ট্রানজিস্টরের এমিটার স্তর থেকে মুক্ত হওয়া মুখ্য আধান বাহকের সামান্য অংশ বেস অঞ্চলে এবং অবশিষ্ট অংশ কালেক্টর অঞ্চলে আধান বিনিময়ের ফলে বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।কালেক্টর স্তরে আগত বেশি সংখ্যক ইলেকট্রন যাতে সম্পূর্ণ রূপে আধান বিনিময় করতে পারে এবং আধান বিনিময়ের ফলে যে তাপ উৎপন্ন হয় তা যাতে সহজে বাইরে বেরিয়ে যেতে পারে তার জন্য ওই স্তরের বেধ বেশি করা হয়।

 

SEMICONDUCTOR 

P-N JUNCTION DIODE, TRANSISTOR 

অর্ধপরিবাহী  থেকে  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অর্ধপরিবাহী 

1)কোন তাপমাত্রায়  অন্তরকের মত আচরণ করে?

উঃ -পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরকের মত আচরণ করে ।

  2)উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ বৃদ্ধি পায় না হ্রাস পায় ?

উঃ -উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ বৃদ্ধি পায়

3)অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক না ঋণাত্মক?

উঃ -অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক।

4 )একটি অর্ধপরিবাহী যৌগের নাম লেখা।

উঃ -গ্যালিয়াম আর্সেনাইড ,ইনডিয়াম 

5)সিলিকনকে আর্সেনিক দ্বারা ডোপিং করা হলে কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যায়?

উঃ -N টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়।

6)সিলিকনকে ইন্ডিয়াম  দ্বারা ডোপিং করা হলে কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যায়?

উঃ -P টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়।

7)একটি আদর্শ PN সংযোগ ডায়োডের সম্মুখ বায়াসে রোধ কত ?

উঃ -একটি আদর্শ PN সংযোগ ডায়োডের সম্মুখ বায়াসে রোধ শূন্য । 

8)একটি আদর্শ PN সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে রোধ কত ?

উঃ -একটি আদর্শ PN সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে রোধ অসীম।

9)কোন অবস্থায় একটি PN সংযোগ ডায়োড খোলা সুইচ এর মত কাজ করে?

 উঃ -বিপরীত বায়াসে একটি PN সংযোগ ডায়োড খোলা সুইচ এর মত কাজ করে।

10)অর্ধ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে ইনপুট কম্পাঙ্ক50 Hz হলে  আউটপুটের কম্পাঙ্ক কত হবে ?

উঃ -আউটপুটের  কম্পাঙ্ক50 Hz হবে ।

11)পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে ইনপুট কম্পাঙ্ক50 Hz হলে  আউটপুটের কম্পাঙ্ক কত হবে ?

উঃ -আউটপুটের  কম্পাঙ্ক100 Hz হবে ।

12)বিভাব নিয়ন্ত্রক হিসাবে কোন ডায়োড ব্যবহার করা হয় ?

উঃ -জেনার ডায়োড 

13)ট্রানজিস্টার কথার অর্থ  'Transfer of Resistor' -উক্তিটি কি সত্য ?

উঃ -হ্যাঁ ,উক্তিটি কি সত্য। 

14) ট্রানজিস্টরের কোন অঞ্চলটিকে সবচেয়ে বেশি মাত্রায় ডোপিং করা হয়  ?

উঃ -ট্রানজিস্টরের নিঃসারক অঞ্চলটিকে সবচেয়ে বেশি মাত্রায় ডোপিং করা হয় 15)ট্রানজিস্টরের  কোন স্তর খুব পাতলা করা হয় ?

উঃ -ট্রানজিস্টরের ভূমিস্তর খুব পাতলা  করা হয় 

16)ট্রানজিস্টরের কোন স্তর  কম মাত্রায় ডোপিং করা হয় ?

উঃ -ট্রানজিস্টরের ভূমিস্তর খুব কম মাত্রায় ডোপিং করা হয় 

17)ট্রানজিস্টারের কোন অংশের বেধ সর্বাধিক করা হয় ?

উঃ -ট্রানজিস্টারের সংগ্রাহক (C )অংশের বেধ সর্বাধিক করা হয় 


A. ট্রানজিস্টরের নিঃসারক অঞ্চলটিকে সবচেয়ে বেশি মাত্রায় ডোপিং করা হয় কেন ?

এমিটার স্তর থেকে মুক্ত হওয়া মুখ্য আধান বাহুগুলির কিছু অংশ বেশ অঞ্চলে এবং অবশিষ্ট অংশ কালেক্টর অঞ্চলে আধান বিনিময়ের ফলে বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।এমিটারকে বেশি মাত্রায় ডোপিং করা হলে বেশি মাত্রায় মুখ্য আধান-বাহক সৃষ্টি হয় এবং  প্রবাহমাত্রা বৃদ্ধি পায় ।এই কারণে এমিটার স্তর বেশি মাত্রায় ডোপিং করা হয়।

B.ট্রানজিস্টরের ভূমিস্তর খুব পাতলা ও কম মাত্রায় ডোপিং করা হয় কেন?

 এমিটার অঞ্চল থেকে মুক্ত হওয়া মুখ্য আধান বাহকগুলির কিছু অংশ বেস অঞ্চলে এবং অবশিষ্ট অংশ কালেক্টর অঞ্চলে আধান বিনিময়ের ফলে বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।এখন ভূমির স্তরটি কম মাত্রায় ডোপিং করা হলে এই স্তরে কম মাত্রায় মুক্ত আধানবাহক উৎপন্ন হয় ।ফলে এমিটার থেকে আগত আধান বাহকের খুুব কম সংখ্যক এই স্তরে আধান বিনিময় করতে পারে আর বাকী আধান বাহকগুলি বেস স্তর পাতলা হলে সহজে কালেক্টর স্তরে পৌঁছাতে পারে ।ফলে নগন্য মানের বেস প্রবাহের জন্য ঊচচ মানের কালেক্টর  প্রবাহ  পাওয়া যায় ।এই কারণে বেস স্তর  পাতলা ও কম মাত্রায় ডোপিং করা হয়।

C.ট্রানজিস্টারের কোন অংশের বেধ সর্বাধিক করা হয় এবং কেন?

 ট্রানজিস্টরের সংগ্রাহক অংশের বেধ সর্বাধিক করা হয়। ট্রানজিস্টরের এমিটার স্তর থেকে মুক্ত হওয়া মুখ্য আধান বাহকের সামান্য অংশ বেস অঞ্চলে এবং অবশিষ্ট অংশ কালেক্টর অঞ্চলে আধান বিনিময়ের ফলে বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ পাওয়া যায় ।কালেক্টর  স্তরে আগত বেশি সংখ্যক  ইলেকট্রন যাতে সম্পূর্ণ রূপে আধান বিনিময় করতে পারে এবং আধান বিনিময়ের ফলে যে তাপ উৎপন্ন হয় তা যাতে সহজে বাইরে বেরিয়ে যেতে পারে তার জন্য ওই স্তরের বেধ বেশি করা হয়।