হাইগেনসের তরঙ্গতত্বের  ত্রুটি গুলি লেখ। 

হাইগেনসের তরঙ্গতত্বের  কয়েকটি ত্রুটি উল্লেখ করা হল।

 i)হাইগেনসের মতবাদে আলোকে স্থিতিস্থাপক তরঙ্গ ধরা হয়েছে।কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে এল এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 

ii)হাইগেন্স তরঙ্গ বিস্তারের জন্য ইথার নাম একটি কাল্পনিক সর্বব্যাপী   মাধ্যমের প্রস্তাব করেন।কিন্তু বাস্তবে এইরূপ কোন মাধ্যমের অস্তিত্ব নেই। 

iii)হাইগেনসের নীতির সাহায্যে আলোর সরলরৈখিক গতি ব্যাখ্যা করা যায় না। 

iv)আলোক তড়িৎ ক্রিয়া ,ক্রাম্পটন ক্রিয়া ,আলোর সমবর্তন এর ব্যাখ্যা এর ব্যাখ্যা এই নীতির সাহায্যে পাওয়া  যায় না।