LINEAR MOTION MCQ PRACTICE SET 3
একমাত্রিক গতি (MCQ)
1:একটি 150m দীর্ঘ ট্রেন 10 m/s বেগে উত্তর দিকে যাচ্ছে। একটি টিয়া পাখি 5m/s বেগে রেল লাইন বরাবর দক্ষিণ দিকে যাচ্ছে। ট্রেনটিকে অতিক্রম করতে পাখির সময় লাগবে-
a)12s b)8s c)15s d)10s .
2:একটি মিনারের শীর্ষ থেকে পতনশীল একটি বস্তু তার যাত্রাপথের শেষ 2s সময়ে 40m দূরত্ব অতিক্রম করে। মিনারের উচ্চতা হল -[\(g=10ms^{-2}\)]
a)60m b)45m c)80m d)50m.
3:ভূমি থেকে 5m উঁচুতে থাকা একটি ট্যাপ থেকে নিয়মিত ব্যবধানে জলের ফোটা পড়ছে। তৃতীয় ফোটাটি যখন ট্যাপ ত্যাগ করে তখন প্রথম ফোঁটাটি ভূমিতে পৌঁছায়। দ্বিতীয় ফোটাটি তখন ভূমি থেকে কত উচ্চতায় থাকে ?
a)3.75m b)4.00m c)1.25m d)2.50m.
4:একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ হয় 10 m/s। সর্বাধিক উচ্চতা কত ?[\(g=10ms^{-2}\)]
a)10m b)5m c)15m d)20m.
5:দুটি বস্তু A( ভর 1kg) এবং B( ভর 3 kg) কে ভূমি থেকে যথাক্রমে 16 m এবং 25m উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হল । ভুমিতে পৌঁছাতে বস্তু দুটির যে সময় লাগবে তার অনুপাত হলো -
a)\(\frac{4}{5}\) b)\(\frac{5}{4}\) c)\(\frac{12}{5}\) d)\(\frac{5}{12}\)
6:একটি কণার উপর একটি স্থির মানের বল ক্রিয়া করায় কনাটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করল ।প্রথম 10s সময়ে \(s_1 \)দূরত্ব যায় ।তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব \(s_2 \) হলে -
a)\(s_2=s_1\) b)\(s_2=2s_1\) c)\(s_2=3s_1\) d)\(s_2=4s_1\)
7:h উচ্চতা থেকে একটি বস্তুকে স্থির অবস্থা থেকে ছাড়া হলে ভূমিতে 3m/s বেগে আঘাত করে ।যদি অপর একটি বস্তুকে 4m/s বেগে ছাড়া হয় তাহলে ভূমিতে কত বেগে আঘাত করবে ?
a)5m/s b)12 m/s c)3 m/s d)4 m/s .
8:একটি পাথর অভিকর্ষের অধীনে অবাধে পড়ছে।পাথরটির প্রথম 5s,পরবর্তী 5s ও তার পরবর্তী 5sসময়ে যথাক্রমে \(s_1\),\(s_2\)ও \(s_3\)দূরত্ব অতিক্রম করলে -
a)\(h_1=2h_2=3h_3\)
b)\(h_2=3h_1, h_3=3h_2\)
c)\(h_1=\frac{h_2}{3}=\frac{h_3}{5}\)
d)\(h_1=h_2=h_3\)
9:প্রীতি মেট্রো স্টেশনে গিয়ে দেখল যে এ এসক্যালেটরটি কাজ করছে না। সে স্থির এসক্যালেটরটি হেঁটে \(t_1\) সময়ের উপরে উঠলো। অন্যদিন চালু এস্কেলেটর দিয়ে \(t_2\)সময়ে উপরে ওঠে। চালু এসক্যালেটরে হেঁটে উপরে উঠতে সময় লাগবে-
a)\(\frac{t_1+t_2}{2}\) b) \(\frac{t_1t_2}{t_2-t_1}\)
c)\(\frac{t_1t_2}{t_2+t_1}\) d)\(t_1-t_2\)
10:এক ব্যক্তি একতলা ঘরে বসে লক্ষ্য করল যে একটি বল 1.5 মিটার উচ্চতার জানলার পাশ দিয়ে ছাদ থেকে পড়ার সময় 0.1 সেকেন্ড সময়ে জানলাটিকে অতিক্রম করল। জানালার ওপরের বিন্দুতে বলটির বেগ কত ছিল-
a)20m/s b)15.520m/s c)14.520m/s d)4.520m/s.
👉Click here for Linear motion MCQ SET-4
Answers:-1.9a) 2.9b) 3.9a) 4.9a) 5.9a)6.9d) 7.9a) 8.9c) 9.9c) 10 9c)
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন