1: একটি বস্তু 6.25m/sবেগে গতিশীল। এর মন্দন সম্পর্কিত সমীকরণ হলো \(\frac {dv}{dt}=-2.5\sqrt{v}\)।এখানে v হলো তাৎক্ষণিক বেগ। বস্তুটি যে সময়ে স্থির হবে -
a)5s
b)4s
c)2s
d)2.5s.
2: t=0 সময়ে x=0 বিন্দু থেকে যাত্রা শুরু করে একটি কণা x অক্ষ বরাবর v বেগে চলছে। যদি কনাটির বেগ ও সরণের সম্পর্ক \(v=\alpha\sqrt{x}\) হয় তবে সরণ সময়ের সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তা হল -
a) \(t^3\)
b) \(t^2\)
c) \(t\)
d) \(t^{\frac{1}{2}}\)
3: স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোন বস্তুকণার tসময় পর ত্বরণ a হলে যদি \(a=3t+4\) হয় তবে 2 সেকেন্ড পর বস্তুকণার বেগ হবে-
a)15m/s
b)20m/s
c)12m/s
d)14m/s.
4: একটি গতিশীল কণার ক্ষেত্রে সময় t ও দূরত্ব x এর মধ্যে সম্পর্কটি হল \(t=mx^2+nx\); যেখানে m ও n হল ধ্রুবক। বস্তুর মন্দন (যেখানে v বেগ নির্দেশ করে )-
a)\(2mv^3\)
b)\(2mnv^3\)
c)\(2nv^3\)
d)\(2n^2v^3\).
5: সরলরেখা বরাবর গতিশীল একটি কন্যার তাৎক্ষণিক বেগ\(V=\alpha{t}+\beta{t^2}\) ; যেখানে \(\alpha\) ও \(\beta\) ধ্রুবক।1s ও 2s সময়ের মধ্যে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব -
a)\(3\alpha+7\beta\)
b)\(\frac{3}{2}\alpha+\frac{7}{3}\beta\)
c)\(\frac{\alpha}{2}+\frac{\beta}{3}\)
d)\(\frac{3}{2}\alpha+\frac{7}{2}\beta\)
6: একটি বস্তুকণার বেগের সমীকরণ \(v=v_0+gt+ft^2\) । t=0সময়ে বস্তুটির অবস্থান x=0 হলে 1s পরে কণাটির সরণ -
a)\(v_0+2g+3f\)
b)\(v_0+\frac{g}{2}+\frac{f}{3}\)
c)\(v_0+g+f\)
d)\(v_0+\frac{g}{2}+f\)
7:t=0 সময়ে একটি বস্তুকণা x=0 অবস্থানে রয়েছে।এবার বস্তুকণাটি \(v=\alpha\sqrt{x}\)[\(\alpha\)=ধ্রুবক ] বেগ নিয়ে ধনাত্মক x আক্ষ বরাবর চলতে শুরু করল। বস্তুটির সরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয় ?
a)\(t^2\)
b)\(t\)
c)\(t^{\sqrt{2}}\)
d)\(t^3\)
8:একটি বস্তু কনর বেগ v=at। ওই বাস্তুকণাটি প্রথম 4s এ যে দূরত্ব অতিক্রম করে তা হল-
a)4a
b)8a
c)12a
d)6a
9:tসময়ে কোনো কনার গতিবেগ ,\(v=at+bt^2\)সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। t=1s এ বস্তুকণার ত্বরণ হবে -
a )(\(a+b)^2\) b)(\(a+2b)\)
c)(\(2a+2b)\) d)(\(2a+3b)\)
10: একটি পাখি ।t-2|m/s বেগে সরলরেখা বরাবর আকাশে উড়ছে। এখানে t =সময়। 4s সময়ে পাখির অতিক্রান্ত দূরত্ব
a)6m b)8 m c)2m d)4m.
1:
1: একটি বস্তু 6.25m/sবেগে গতিশীল। এর মন্দন সম্পর্কিত সমীকরণ হলো \(\frac {dv}{dt}=-2.5\sqrt{v}\)।এখানে v হলো তাৎক্ষণিক বেগ। বস্তুটি যে সময়ে স্থির হবে -
a)5s
প্রদত্ত মন্দনের সমীকরণ:
প্রথমে যখন t = 0, তখন v = 6.25 m/s,
তাহলে সমীকরণ দাঁড়ায়:
বস্তুর স্থির হওয়ার সময় নির্ণয় (v = 0)
উত্তর:(c) 2s
2: t=0 সময়ে x=0 বিন্দু থেকে যাত্রা শুরু করে একটি কণা x অক্ষ বরাবর v বেগে চলছে। যদি কনাটির বেগ ও সরণের সম্পর্ক \(v=\alpha\sqrt{x}\) হয় তবে সরণ সময়ের সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তা হল -
প্রদত্ত গতি সমীকরণ:আমরা জানি,
এখন,
আমরা জানি,
তাহলে,
প্রশ্নে বলা হয়েছে, t = 0 হলে x = 0, তাই
তাহলে, সমীকরণ হবে
উভয় পাশে বর্গ করলে,
উত্তর: (b) \(t^2\).
প্রদত্ত ত্বরণ সমীকরণ:
আমরা জানি,
Step 1: উভয় পাশে সমাকলন করে পাই
প্রশ্নে বলা হয়েছে, t = 0 হলে v = 0, তাই
তাহলে, বেগের সমীকরণ হবে:
সেকেন্ড পর বেগ
উত্তর:d)14 m/s
৪:প্রদত্ত সম্পর্ক:
আমরা বেগ এবং ত্বরণ বের করার জন্য ধাপে ধাপে বিশ্লেষণ করব।
বেগ নির্ণয়
আমরা জানি,
দেওয়া সমীকরণ থেকে -এর জন্য dt দ্বারা অন্তরীকরণ করলে পাই:
অতএব,
ত্বরণ নির্ণয়
আমরা জানি,
অতএব,
এখন, বসালে পাই:
উত্তর:
প্রদত্ত বেগের সমীকরণ:
আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে সমাকলন পদ্ধতি ব্যবহার করবো।
Step 1: অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র
আমরা জানি,
অতএব,
Step 2: 1s থেকে 2s এর মধ্যে সমাকলন
আমরা জানি,
তাহলে,
Step 3: সীমা বসানো
প্রথমে t = 2 বসাই:
এরপর t = 1 বসাই:
Step 4: পার্থক্য নেওয়া
উত্তর:
৬:প্রদত্ত বেগের সমীকরণ:
আমরা জানি,
অতএব, সরণ নির্ণয়ের জন্য আমরা 1 সেকেন্ড পর্যন্ত সমাকলন করবো।
Step 1: সরণের সমীকরণ
আমরা জানি,
তাহলে,
Step 2: সীমা বসানো
প্রথমে t = 1 বসাই:
উত্তর:
৭:প্রদত্ত গতি সমীকরণ:
আমরা জানি,
অতএব,
Step 1: ভেরিয়েবল আলাদা করা
এখন, উভয় পাশে সমাকলন করি
আমরা জানি,
সুতরাং,
Step 2: প্রাথমিক শর্ত প্রয়োগ
প্রশ্নে বলা হয়েছে, t = 0 হলে x = 0, তাই
তাহলে, সমীকরণ দাঁড়ায়:
Step 3: সরণের পরিবর্তন বিশ্লেষণ
উভয় পাশে বর্গ করলে,
অতএব, x ∝
উত্তর:
৮:৮:প্রদত্ত বেগের সমীকরণ:
আমরা জানি,
অতএব, সরণ নির্ণয়ের জন্য আমরা t = 0 থেকে t = 4s পর্যন্ত সমাকলন করবো।
Step 1: সরণের সমীকরণ
আমরা জানি,
তাহলে,
Step 2: সীমা বসানো
প্রথমে t = 4s এবং t = 0s বসাই:
উত্তর:
আমরা জানি, ত্বরণ হল বেগের সময় অনুযায়ী অন্তরজ (derivative):
Step 1: বেগের অন্তরজ নেওয়া
আমরা জানি,
তাহলে,
Step 2: t = 1s বসানো
উত্তর:
প্রদত্ত বেগের সমীকরণ:
আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য t = 0 থেকে t = 4s পর্যন্ত সমাকলন করবো।
Step 1: বিভিন্ন সময় অন্তর বেগ বিশ্লেষণ
বেগের সমীকরণ:
এটি t = 2s পয়েন্টে পরিবর্তিত হবে। তাই আমাদের 0 থেকে 2s এবং 2 থেকে 4s আলাদাভাবে হিসাব করতে হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন