Linear motion MCQ Practice

1.একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে  চলছে। বস্তু কনা কর্তৃক  চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে তুলনায় শতকরা যতটা বেশি হবে তা হল 
a)30%                 b)40%                  c)50%            d)60%

2:একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে x দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে x এবং y এর মধ্যে সম্পর্কটি হল-

a)y=x                      b)y=2x                     c)y=8x             d)y=4x

3:একটি বুলেট লক্ষ্য বস্তুর ভিতর 30 সেন্টিমিটার প্রবেশ করলে তার গতিবেগ 50%হ্রাস পায়।  আর কতটা দূরত্ব অতিক্রম করলে বুলেটটি থেমে যাবে?
a)20cm                 b)15cm             c)25cm         d)10cm

4:একটি প্রস্তর খন্ডকে স্থির অবস্থা থেকে নিচে ছেড়ে দেওয়া হল। তার গতকালের প্রথম তিন সেকেন্ডে সেটি যে পথ অতিক্রম করে তা শেষ 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের সমান।প্রস্তরখণ্ডটি শূন্যে অবস্থানের মোট সময় -
a)2s             b)3s             c)4s             d)5s

5:এক ব্যক্তি একই দিকে \(v_1\)  বেগে x দূরত্ব এবং পরবর্তী  x দূরত্ব  \(v_2\) বেগে অতিক্রম করেন।  ব্যক্তির গড়বেগ v  হলে v, \(v_1\) এবং \(v_2\) এর মধ্যে সম্পর্কটি হল -
a)\(v=v_1=v_2 \).  
b)\(\frac{1}{v}=\frac{1}{v_1}+\frac{1}{v_2}\).        

c) \(\frac{2}{v}=\frac{1}{v_1}+\frac{1}{v_2}\)   .     

d) \(v=\frac{v_1+v_2}{2}\).

6:একটি গাড়ী অর্ধেক দূরত্ব v এবং বাকি অর্ধেক দূরত্ব 2v দ্রুতিতে অতিক্রম করল। গাড়িটির গড় দ্রুতি -
a) \(\frac{4v}{3}\) .             b) \(\frac{3v}{4}\).              c) \(\frac{v}{3}\) .            d) \(\frac{2v}{3}\).

7:একটি বেলুন 10 m/s সুষম বেগে উপরে উঠেছিল।  বেলুনটি যখন ভূমি তল থেকে 75 মিটার উপরে থাকে ,তখন নির্দিষ্ট ভরের একটি বস্তুকে বেলুন থেকে ফেলে দেয়া হলো। বস্তুটি যখন ভূমি স্পর্শ করবে তখন ভূমিতল থেকে বেলুনের উচ্চতা প্রায় -[ধরে নাও  g=\(10 ms^{-2}\) ]
a) 300m            b)200m                      c)125m              d)250m.

8:20g ভরের  একটি বুলেট 1 m/s প্রাথমিক বেগে 0.20 m পুরু  একটি মাটির দেয়ালে আঘাত করল।  দেয়ালের প্রতিরোধ জনিত গড় বলের মান \(2.5\times10^{-2}\)N হলে বুলেটটি কত বেগ নিয়ে দেয়ালের বিপরীত দিক থেকে নির্গত হবে -
a) 0.3\(ms^{-1}\).      b)0.4 \(ms^{-1}\) .          c) 0.1\(ms^{-1}\).        d) 0.7\(ms^{-1}\).

9:এক ব্যক্তি R ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছেন। AB  ব্যাসের  A  বিন্দু থেকে শুরু করে তিনি B  বিন্দুতে  পৌঁছলেন। তাহলে অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত  হবে -
a)\(\frac{\pi}{2}\)         b) \(\pi\)          c)2\(\pi\)         d)4\(\pi\)

10:বিমান থেকে ঝাঁপ দেয়ার পরে এক ব্যক্তি প্রথম 50 মিটার কোন ঘর্ষণ ছাড়াই নিচে পড়লেন। প্যারাসুট খোলার পর তিনি 2\(ms^{-2}\)মন্দন  নিয়ে নামতে শুরু করেন। মাটি ছোঁয়ার মুহূর্তে যদি তার বেগ 3m/s  হয়, তাহলে তিনি  কোন  উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন?
a)91m.                     b)182m .                            c)293m.                     d)111m.