Magnetic field at the empty inner and outer space of a toroid.
টরয়েড এর অভ্যন্তরে ফাঁকা অংশে ও বাহিরে চৌম্বক ক্ষেত্র নির্ণয়
1) টরয়েড এর ভেতরের ফাঁকা অংশে চৌম্বক ক্ষেত্র:-
টরয়েড এর ভেতরের ফাঁকা অংশে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য টরয়েড এর ভেতরের ফাঁকা অংশে r ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ কল্পনা করা হলো। ওই অংশে চৌম্বক ক্ষেত্র B হলে এম্পিয়ারের বদ্ধ পথ সূত্র অনুসারে
[r ব্যাসার্ধের বৃত্তপথ দ্বারা পরিবেষ্টিত তড়িত্প্রবাহমাত্রা =0]
B=0
অতএব টরয়েড এর ভেতরের ফাঁকা অংশে চৌম্বক ক্ষেত্র শূন্য।
2)টরয়েড এর বাইরের অংশে চৌম্বকক্ষেত্র:-
টরয়েড এর বাইরের অংশে চৌম্বকক্ষেত্র নির্নয়ের জন্য চিত্রের ন্যায় R ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ কল্পনা করা হল।ওই অংশে চৌম্বকক্ষেত্র হলে এম্পিয়ারের বদ্ধ পথ সূত্রানুসারে
এক্ষেত্রে বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত মোট প্রবাহমাত্রার মান শূন্য হয়। কারন পরিবাহীর প্রতি পাকের জন্য কাগজের তালের সাপেক্ষে উর্ধমুখী ও নিম্নমুখী প্রবাহগুলির মান সমান ও বিপরীতমুখী।
অতএব
বা
টরয়েডের বাইরের ফাঁকা অংশে চৌম্বকক্ষেত্র এর মান শূন্য হয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন