EDDY CURRENT
ঘূর্ণি প্রবাহ।
ঘূর্ণি প্রবাহ:-কোনো ধাতব খন্ডকে যদি কোন চৌম্বকক্ষেত্রে গতিশীল করা হয় বা কোনো ধাতব খন্ডকে কোন পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তবে ধাতুখণ্ডের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়।ফলে ধাতব খন্ডের মধ্যে বদ্ধ পথে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়।এই প্রবাহকে ঘূর্ণি প্রবাহ বলা হয়।
ঘূর্ণি প্রবাহ সৃষ্টির কারণ :-চৌম্বকক্ষেত্রে কোনো নিরেট ধাতুখণ্ড গতিশীল হলে অথবা ধাতুখণ্ডটিকে কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখা হলে ধাতুটির মধ্যে দিয়ে নির্গত চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে। ফলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বদ্ধপথে একটি প্রবাহ আবিষ্ট হয় এবং এর অভিমুখ লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। এই প্রবাহই হল ঘৃর্নি প্রবাহ।
ব্যবহার:-
ঘূর্ণি প্রবাহ নানাবিধ কাজে প্রয়োগ করা হয়। নিচে কয়েকটি উল্লেখ করা হল।
i) ঘূর্ণি প্রবাহের নীতি প্রয়োগে আবেশ মোটর , আবেশ কুকার তৈরী করা হয়।
ii ) বৈদ্যুতিক ব্রেক তৈরী করতে ঘূর্ণি প্রবাহের নীতি প্রয়োগ করা হয়।
iii )গাড়ির স্পিডোমিটার এই প্রবাহের উপর ভিত্তি করে গঠন করা হয়।
iv )চলা কুন্ডলী গ্যালভানোমিটারের দোলন দ্রুত থামানোর জন্য এই প্রবাহের সাহায্য নেওয়া হয়।
ঘূর্ণি প্রবাহের নীতি কীভাবে ট্রেনের ব্রেক তৈরীতে ব্যবহার করা ?
দ্রুতগামী ট্রেনের চৌম্বক ব্রেক তৈরিতে ঘূর্ণি প্রবাহের নীতি ব্যবহার করা হয়। এই ব্যবস্থায় চাকার সঙ্গে সংযুক্ত একটি ঘূর্ণনরত চোঙের উপর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হয়। চোঙতিতে উৎপন্ন ঘূর্ণি প্রবাহ বিপরীতমুখী টর্ক প্রয়োগ করে চোঙের গতি তথা চাকার গতিকে বাধা দেয়। এইভাবে ঘূর্ণি প্রবাহের নীতি ট্রেনের ব্রেক তৈরিতে ব্যবহার করা হয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন