SIGNIFICANT NUMBER

 তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা নির্ণয় 

1)কোন সংখ্যার সমস্ত অশূন্য অংকই হবে তাৎপর্যপূর্ণ।যেমন 213.57 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক  সংখ্যা হবে 5। 

2)শূন্য নয় এমন সংখ্যাগুলির মাঝে শূন্য থাকলে সেই শূন্য বা শূন্য গুলি  তাৎপর্যপূর্ণ  সংখ্যা হিসাবে বিবেচিত হবে।যেমন 200.057 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হবে 6। 

3)দশমিক চিহ্নযুক্ত সংখ্যার দশমিকের ডানদিকে থাকা শূন্যসহ  সব সংখ্যাই হবে তাৎপর্যপূর্ণ।যেমন 200.057 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হবে 6 ।  2.400সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হবে 4.

4) দশমিক চিহ্নযুক্ত একটি সংখ্যার বাম দিকের প্রথম অশূণ্য অংক থেকে শুরু করে ডান দিকের শেষ অঙ্ক পর্যন্ত সমস্ত অংকই হবে তাৎপর্যপূর্ণ। 

যেমন, 0.00127সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 3 । 

 01.00127 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 6 । 

10.00127সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 7 । 

10.12700 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 7। 

5)যদি কোন সংখ্যাতে দশমিক বিন্দুর পর প্রথম  অশূন্য অংকের পূর্বে কিছু সংখ্যক শূন্য থাকে তবে ওই শূন্য গুলোকে তাৎপর্যহীন ধরা হয়।

যেমন 0.00127সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 3 । 

6)কোনো রাশিকে এক একক থেকে অন্য এককে রূপান্তরিত করার সময় যদি অতিরিক্ত শূন্য বসাতে হয় তবে ওই অতিরিক্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয় না।  যেমন10.5 kg এর তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 3। 

এখন 10.5 kg=10500g এর  তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা 3হবে ,  5 হবে না। 

7)6.023x1023সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংক সংখ্যা হল 4 । 1023 তাৎপর্যপূর্ণ হয় না।

8)0.023x10-3সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল  2। 10-3 তাৎপর্যপূর্ণ হয় না।

কয়েকটি বহুবিকল্প উত্তর ভিত্তিক প্রশ্ন 

1)200.100 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল  -

a)5                  b)6                c)1                d)4

2)10.001 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল  - 

a)5                b)6                  c)1                d)4

3)0.023  সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল - 

a)3                b)2                c)1                d)4

4)1.500 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল -  

a)5                b)6                c)1                d)4

5)3x108সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল -

 a)1                b)2                c)3                d)4

6)1.6x10-19সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অংকসংখ্যা হল -

a)1                b)2                c)3                d)4.



ANS:- 1.b)    2.a)    3.b)    4.d)     5.a)    6.b)