অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন
(VARIATION OF ACCELERATION DUE TO GRAVITY)
আলোচ্য বিষয় :-
i)পৃথিবীপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন।
ii)পৃথিবীপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যাওয়ার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন।
iii)পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন।
1)পৃথিবীপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন(Variation of g with height)
মনে করি পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R।পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ
পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ
[R+h =বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব ]
অতএব h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের হ্রাস
2) পৃথিবীপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যাওয়ার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন (Variation of g with depth).
মনে করি, পৃথিবী একটি R ব্যাসার্ধের গোলক যার ঘনত্ব। অতএব পৃথিবীর ভর M পৃথিবীপৃষ্ঠে অবস্থিত m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ
মনে করি m ভরের বস্তুটিকে পৃথিবীপৃষ্ঠ থেকে h গভীরতায় নিয়ে যাওয়া হলো ।এখন পৃথিবীর কেন্দ্র ও বস্তুটির মধ্যে দূরত্ব (R-h)। বস্তুটির উপর (R-h) ব্যাসার্ধ বিশিষ্ট অভ্যন্তরীণ গোলক অংশটির জন্যই কেবল অভিকর্ষ বল ক্রিয়া করে । h বেধের অংশের জন্য কোন অভিকর্ষ বল বস্তুটির উপর ক্রিয়া করে না ।অভ্যন্তরীণ গোলক ও বস্তুর মধ্যে ক্রিয়াশীল অভিকর্ষ বল
পৃষ্ঠ থেকে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ
অতএব
সুতরাং অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন
3) পৃথিবীর আবর্তন গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন (Variation of g with latitude).
মনে করি, পৃথিবীপৃষ্ঠের A বিন্দুতে m ভর বিশিষ্ট একটি বস্তুকণা রাখা আছে ।O পৃথিবীর কেন্দ্র, R পৃথিবীর ব্যাসার্ধ এবংA বিন্দুর অক্ষাংশ
পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীপৃষ্ঠে অবস্থিত সকল বস্তুই পৃথিবীর অক্ষের চারিদিকে একই কৌণিক বেগে আবর্তন করে। পৃথিবীর কৌনিকবেগ wহলে A বিন্দুর বস্তুটিও CA=r=Rcosq ব্যাসাদের বৃত্ত পথে w কৌণিক বেগে আবর্তন করবে ।বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল mg AO অভিমুখে ক্রিয়াশীল ।অপকেন্দ্র বল এর OAE অভিমুখে উপাংশ
।
অভিকর্ষ বলের বিপরীত দিকে ক্রিয়া করে। অতএব এই অবস্থানে বস্তুর উপর ক্রিয়াশীল আপাত ওজন
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন