NEWTON'S LAW OF GRAVITAION
নিউটনের মহাকর্ষ সূত্র
আলোচ্য বিষয় :-
i)নিউটনের মহাকর্ষ সূত্র
ii)মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা
iii)মহাকর্ষীয় ধ্রুবকের i)একক ii)মান ও iii)মাত্রা
iv)মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা
v)অভিকর্ষজ ত্বরণ ও পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
1)নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত কর। এই সূত্র থেকে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও ।
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে ।এই আকর্ষক বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ।
মনেকরি m1 ও m2 ভরের দুটি বস্তুকণা পরস্পর r দূরত্বে অবস্থিত ।বস্তু দুটি পরস্পরের উপর F বল প্রয়োগ করলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে,
\(F\propto{m_1m_2}\)
\(F\propto{\frac{1}{r^2}}\)
\(F\propto\frac{{m_1m_2}}{r^2}\)
\(F=G\frac{{m_1m_2}}{r^2}\)........i)
G একটি ধ্রুবক। এই ধ্রুবকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়।
নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে,\(F=G\frac{{m_1m_2}}{r^2}\)
এখন\(m_1\)=\(m_2\)=1 এবং r=1 হলে F=G হয় ।এ থেকে বলা যায়, একক ভরের দুটি বস্তু পরস্পর হতে একক দূরত্বে থেকে পরস্পরের উপর যে পরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় ।
2)মহাকর্ষীয় ধ্রুবকের i)একক ii)মান ও iii)মাত্রা লেখ :-
i)মহাকর্ষীয় ধ্রুবকের একক:-
CGS একক:-dyn.cm2g-2
SI একক:-Nm2kg-2
ii)মহাকর্ষীয় ধ্রুবকের মান:-
CGS পদ্ধতিতে মান 6.67x10-8dyn.cm2g-2
SI পদ্ধতিতে মান 6.67x10-11N.m2kg-2
iii)মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা:- [M-1L3T-2]
3)মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
অভিকর্ষ বলের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তবে তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়।
মনে করি m ভরের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠের ওপর পৃথিবীর কেন্দ্র থেকে d দূরত্বে রাখা আছে। পৃথিবীর ভর M এর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরা যায়।বস্তুটিকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে। বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় বল
\(F=\frac{GMm}{d^2}\)
এই বলের প্রভাবে বস্তুতে যদিg ত্বরণের সৃষ্টি হয় তাহলে লিখতে পারি
4.অভিকর্ষজ ত্বরণ ও পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
মনে করি m ভর সম্পন্ন একটি বস্তু পৃথিবী পৃষ্ঠের উপর পৃথিবীর কেন্দ্র থেকে d দূরত্বে রাখা আছে।
পৃথিবীর ভর M এর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরা যায়। বস্তুটিকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে ।বস্তুটির উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় বল
\(F=\frac{GMm}{d^2}\)
।এই বলের প্রভাবে বস্তুতে যদি g ত্বরণ সৃষ্টি হয় তাহলে লিখতে পারি
\(F=mg\)
এখন পৃথিবীর ব্যাসার্ধ R হলে
\(g=\frac{GM}{R^2}\)
=\(\frac{G\frac{4}{3}\pi{R^3}\rho}{R^2}\)
=\(G\frac{4}{3}\pi{R}\rho\)
\(\rho=\frac{3g}{4G\pi{R}}\)
এটিই হল পৃথিবীর গড় ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণ এর মধ্যে সম্পর্ক।
পৃথিবী পৃষ্ঠ থেকে i)উচ্চতা ii)গভীরতা iii)আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন -এর জন্য নীল অংশের উপর ক্লিক করো.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন