ELECTROMAGNETIC INDUCTION

তড়িৎচুম্বকীয় আবেশ

তড়িৎচুম্বকীয় আবেশ  অধ্যায়ের উচ্চমাধ্যমিকের ২০১৫সাল  থেকে ২০২৪ পর্যন্ত প্রশ্নগুলি এখানে দেওয়া হল

-------------------------------------------------------------------------------------------------------------------------

 2015

1) একটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2A থেকে -2A এ পরিবর্তিত হওয়ার ফলে কুন্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8V তড়িচ্চালক বল আবিষ্ট হয়।ঐ কুণ্ডলীর  স্বাবেশাঙ্ক এর  মান হবে

a)0.8H                         b)0.1H                         c)0.2H                         d)0.4H.

2) ফ্লেমিং এর দক্ষিণ হস্ত সূত্রটি বিবৃত কর একটি কুন্ডলীর স্বাবেশাঙ্ক এর  এর সংজ্ঞা দাও। চিত্রসহ আবেশহীন  কুন্ডলীর ব্যাখ্যা দাও।১+১+১

 3)10 cm ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের  সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10  বার কৌণিক গতিতে ঘুরছে থালার অক্ষ  বরাবর 10-2T চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু ও কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ  নির্ণয় কর

2016
তড়িৎ চুম্বকীয় আবেগ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃত কর।৩

২) একটি কুন্ডলীর মধ্য দিয়ে চুম্বকীয় ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে


যেখানে  t সেকেন্ডে মাপা হয় কুন্ডলীর রোধ যদি 5 ওহম হয় ,তবে t=2 সেকেন্ডে কুন্ডলীতে আবিষ্ট প্রবাহের পরিমাণ কত হবে নির্ণয় কর।  2

2017
1)দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক  বাড়ানো যায় a) কুন্ডলী দুটির পাক সংখ্যা কমিয়ে b) কুন্ডলী দুটির পাক সংখ্যা বাড়িয়ে c)কুণ্ডলী দুটিকে কাঠের মজ্জায়  জড়িয়ে d) এদের কোনোটিই নয়।1

2) ট্রেনের চুম্বক ব্রেক কিভাবে কাজ করে? 1

3)ডায়নামা ও মোটরের মধ্যে পার্থক্য লেখ।1

 4)দেখাও যে লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে।২

2018
1)পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত  5m দৈর্ঘ্যের একটি অনুভূমিক রিজু তার 10 m/s বেগে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ  0.40x10-4 Wbm-2 এর সাথে লম্বভাবে পড়ছে 

i) তারে আবিষ্ট তাৎক্ষণিক তড়িচ্চালক বলের মান বের কর 

ii) আবিষ্ট তড়িচ্চালক বলের অভিমুখ কি হবে?

 iii) তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে  থাকবে ?

২)L স্বাবেশাঙ্ক বিশিষ্ট I0 প্রবাহ মাত্রা বহনকারী আবেশ কুন্ডলীতে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় কর

2019
1)একটি L দৈর্ঘ্যের সরল পরিবাহীকে B প্রাবল্যের চুম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে V বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িচ্চালক বলের মান কত হবে ?1

2)তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত কর 1

3)ঘূর্ণি প্রবাহ কি ?1

4)কোন কুণ্ডলীর স্বাবেশাঙ্ক  1H বলতে কি বুঝায় ?

5)একটি সলিনয়েডের স্বাবেশাঙ্ক  এর রাশিমালা প্রতিষ্ঠা কর ২

2022
1)একটি N পাকের ও L দৈর্ঘ্যের দীর্ঘ বায়বীয় মজ্জার সলিনয়েডের স্বাবেশাঙ্ক নির্ণয় কর
2))একটি N পাকের ও A ক্ষেত্রফলের তারের কুণ্ডলীকে w কৌণিক বেগে ঘোরানো হচ্ছে কুণ্ডলীর সঙ্গে R মানের একটি রোদ যুক্ত তাহলে i)কুণ্ডলীতে আবিষ্ট সর্বোচ্চ তড়িচ্চালক বল ও ii) কুণ্ডলীতে ব্যয়িত শক্তি  নির্ণয় কর

2023

১)একটি কুণ্ডলীর   স্বাবেশাঙ্ক এর সংজ্ঞা দাও। দেখাও যে একটি L স্বাবেশাঙ্ক এর কুণ্ডলীর I তড়িৎপ্রবাহ সৃষ্টিতে যে চুম্বকীয় শক্তির প্রয়োজন তা হল   1+2

২)একটি সলিনয়েডর আবেশাঙ্ক নির্নয় করো ,যার পাক সংখ্যা1000 টি, দৈর্ঘ্য  0.2m এবং প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল 5x10-4 m2  .2

2024

1)যখন একটি চুম্বককে কুন্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালকবল নির্ভর করে- 

a)কুণ্ডলীর পাক সংখ্যার উপর 

b)চুম্বকের গতির উপর 

c)কুণ্ডলীর রোধের উপর 

d)চুম্বকের চৌম্বক ভ্রামকের উপর।    1