MOTIONAL ELECTROMOTIVE FORCE
INDUCED EMF IN MOVING CONDUCTOR
চৌম্বকক্ষেত্রে গতিশীল আহিত পরিবাহীতে আবিষ্টতড়িচ্চালক বল
মনে করি একটি l দৈর্ঘ্যর ঋজু পরিবাহী দণ্ড PQ সুষম চৌম্বকক্ষেত্র B এর লম্ব দিকে V সুষম বেগে গতিশীল। Bএর অভিমুখ কাগজের তলের লম্ব দিকে ।এখন এই পরিবাহীর মধ্যে থাকা কোন একটি মুক্ত ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল বল \(\vec{F_m}=e(\vec{V}\times{\vec{B}})\) \(\vec{F_m}=eVB\)
[\(\because{\vec{V}} \perp {\vec{B}} \)

ইলেকট্রনের আধান ঋণাত্মক তাই চৌম্বকক্ষেত্রে গতিশীল কণার উপর ক্রিয়াশীল বলের নিয়ম অনুসারে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ হবে P থেকে Q এর দিকে ।এই বলের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলি P প্রান্ত থেকে সরে Q প্রান্তে জমা হয় ।ফলে P ও Q এর মধ্যে বিভব প্রভেদ তৈরি হয় এবং এই অংশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় ।তড়িৎক্ষেত্র প্রাবল্য E হলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল

ইলেকট্রনের সাম্যবস্থায়
পরিবাহীতে আবিষ্ট তড়িৎচালক বল \(\varepsilon=v=BlV\)
পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে কোনে qগতিশীল হলে \(\varepsilon=BlVsin{\theta}\)
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন