TRANSISTOR
CHARATERISTIC CURVE IN COMMON EMITTER MODE
C E সংযোগে ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখাচিত্র
সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কনের জন্য চিত্রের ন্যায় বর্তনীতে একটি ট্রানজিস্টারকে যুক্ত করা হয়। চিত্রে npn ট্রানজিস্টরের জন্য বর্তনী দেখানো হল। pnp ট্রানজিস্টরের জন্য বর্তনী একই রকম হবে কেবল মাত্র ব্যাটারি এবং প্রবাহ ও বিভব মাপার মিটার গুলির মেরু উল্টে দিতে হবে।
এই সংযোগে ট্রানজিস্টরের ভূমি (B )ও সংগ্রাহক (C ) উভয়ই নিঃসারকের সাথে যুক্ত। এখানে নিঃসারক হল সাধারণ তাই এই সংযোগ ব্যাবস্থাকে সাধারণ নিঃসারক সংযোগ বলা হয়।নিঃসারক ও ভূমি বর্তনী হল ইনপুট এবং নিসারক ও সংগ্রাহক বর্তনী হল আউটপুট।
আউটপুট বৈশিষ্ট্যলেখ:-
ভূমি প্রবাহ Ib এর মান স্থির রেখে নিঃসারক ও সংগ্রাহকের মধ্যে বিভব প্রভেদ\(V_{CE}\) এর পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহ \(I_{c}\) এর মানের পরিবর্তন হয়।\(V_{CE}\) এর বিভিন্ন মানের জন্য প্রাপ্ত \(I_{c}\) এর বিভিন্ন মান নিয়ে লেখচিত্র অঙ্কন করা হল।এটিই হল CE সংযোগে ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট লেখচিত্র।
![]() |
১)কাট -অফ অঞ্চল : \(I_{b}=0\) লেখচিত্রের নিচের অংশে \(I_{c}\) প্রায় শূন্য হয়.এই অংশকে কাট -অফ অঞ্চল বলা হয়।এই অঞ্চলে ইনপুট ও আউটপুট উভয়ই বিপরীত বায়সে থাকে।
২)সম্পৃক্ত অঞ্চল:-\(I_{b}\)এর মান কাট -অফ এর তুলনায় বেশী রেখে \(V_{CE}\) এর মান ০ থেকে বৃদ্ধি করতে থাকলে প্রথম দিকে \(I_{c}\)এর মানও সমানুপাতে বাড়তে থাকে পরে \(I_{c}\) এর মান প্রায় স্থির হয়।যে অংশ পর্যন্ত \(V_{CE}\) এর পরিবর্তনে \(I_{c}\)এর পরিবর্তন হয় সেই অংশ হল সংপৃক্ত অঞ্চল।
৩)সক্রিয় অঞ্চল:-এই অঞ্চলে \(V_{CE}\)এর মান বৃদ্ধি করলে \(I_{c}\) এর মান প্রায় স্থির থাকে। এই অঞ্চলে ইনপুট সংযোগ সম্মুখ বায়সে ও আউটপুট সংযোগ বিপরীত বায়সে থাকে।
FOR MORE STUDIES CLICK THE LINKS GIVEN BELOW
2.WBJEE PREVIOUS YEARS QUESTION FROM ELECTRIC FIELD
3.WBJEE PREVIOUS YEARS QUESTIONS FROM CAPACITANCE AND CAPACITOR
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন