1) একটি ব্যাটারিতে 10টি কোষ আছে। উহাদের প্রত্যেকটি তড়িচ্চালক বল 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 0.5 ohm।ব্যাটারির প্রান্ত দুটি 3 ওহম এবং 7 ওহম মানের রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে যুক্ত। ব্যাটারিতে তড়িৎ প্রবাহের মান -
a)1.62A b)2.11A c)3.12A d)5.00A [2006]
2) r রোধের একটি সুষম তার কে সমান n সংখ্যক খণ্ডে ভাগ করা হলো ।এই খন্ড গুলিকে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ হবে-
3) কোন একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম ।এটির মধ্য দিয়ে নিরাপদে 0.005A অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো যায় ।এর সাহায্যে 5Aতড়িৎ প্রবাহ মাপতে প্রয়োজনীয় সান্ট এর রোধের মান-
a)0.1 ohm b)1.0 ohm c)10 ohm d)100 ohm [2006]
4)চিত্রে প্রদর্শিত বর্তনীতে 10ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1A হলে 15 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত?
a)1.5A b)5A c)3A d)1A [2007]
5) 4ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে একটি বৃত্তের আকার দেওয়া হল। যেকোনো ব্যাসের দুই প্রান্তের রোধ হবে
a)4 ohm b)2 ohm c)1 ohm d)8 ohm [2008]
6) E তড়িচ্চালক বল ও r অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারিকে R রোধের সঙ্গে যুক্ত করা হলো।সর্বাধিক ক্ষমতা হস্তান্তরের শর্ত হলো -
a)r<R b)r>R c)r=1/R d)r=R [2008]
7) 2 C আধানে ইলেকট্রনের সংখ্যা কত ?
a)5x1029 b)12.5x1018 c)1.6x1019 d)9x1011 [2009]
8)একটি তামার তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ সময়ের সাথে I=3t2+2t+5 সমীকরণ অনুসরণ করে।t=0 থেকে t=2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে আধান প্রবাহিত হবে তা হল
a)22c b)20c c)18c d)5c [2009]
9) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িতের শ্রেষ্ঠ পরিবাহী?
a) প্লাটিনাম b)সোনা c)সিলিকন d) তামা [2009]
10)1 Kg কপারকে 1mm ব্যাস বিশিষ্ট এবং 2mm ব্যাস বিশিষ্ট তারে পরিণত করা হলো। দুটি তারের রোধের অনুপাত হবে
a)2:1 b)1:2 c)16:1 d)4:1 [2009]
11)5 ohm রোধ বিশিষ্ট একটি তার থেকে তিনগুণ দৈর্ঘ্যের একটি তার টানা হলো।নতুন তারটির রোধ কত হবে?
a) 45 ohm b)15 ohm c)5/3 ohm d)5 ohm [2009]
12)দুটি কোশ যাদের প্রতিটির তড়িচ্চালক বল E এবং অভ্যন্তরীণ রোধ r সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এর সঙ্গে বর্তনীতে R রোধ যোগ করা আছে। R এর দুই প্রান্তের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে যখন R এর মান -
a)R=r/2 b)R=r c)R=r/3 d)R=2r [2010]
13) নিম্নলিখিত চিত্রে এম মিটার পাঠ হবে-
a)0.8A b)0.6A c)0.4A d)0.2A [2010]
14)R রোধের একটি তারকে টেনে n গুণ দৈর্ঘ্যের সুষম তারে রূপান্তরিত করা হলো।এই তারের রোধ হবে
a)nR b)n2R c)2nR d)2n2R [2010]
15) চিত্রে প্রদর্শিতA ও B এর মধ্যে রোধ কত হবে?
a)3R b)R c)R/3 d)None. [2011]
16)পাঁচটি সমান মানের রোধ যাদের মান R নিম্নে বর্ণিত চিত্রের ন্যায় সংযুক্ত আছে। A ও B এর মধ্যে V volt ব্যাটারি যোগ করা হলো। F C এর মধ্য দিয়ে প্রবাহের মান হবে -
a) 3V/R b)V/R c)V/2R d)2V/R [2011]
17) E তড়িৎচালকবল সম্পন্ন দুটি কোষ যাদের আভ্যন্তরীণ রোধ যথাক্রমে r1 ও r2শ্রেণী সমবায়ে একটি
বহিঃ রোধক R এর সাথে যুক্ত করা হলো। প্রথম কোষের বিভব শূন্য হলে R এর মান কত হবে ?
18)দুটি ভিন্ন উষ্ণতায় ( T1 ও T2 )একটি ধাতব তারের I-V লেখচিত্র এখানে দেখানো হয়েছে।এক্ষেত্রে এই সিদ্ধান্তে আসা যায় যে
a)T1>T2 b)T1<T2 c) T1=T2 d)T1=2T2 [2011] 19)একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুর রোধ যথাক্রমে 10 ohm ,10 ohm,10 ohm এবং 30 ohm। এই 30 ohm রোধের সাথে কত রোধ সমান্তরালে যুক্ত করলে হুইটস্টোনব্রিজ এ নিস্পন্দ অবস্থা পাওয়া যাবে?
a)2 ohm b)5 ohm c)10 ohm d)15 ohm [2012]
20) চিত্রের বর্তনীতে 2k ohmরোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে?
a)3mA b)6mA c)12mA d)36mA [2012]
21)Dব্যস ও L দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার তারের দুই প্রান্তের মধ্যে E তড়িচ্চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হলো ।তার এর মধ্যে ইলেকট্রন প্রবাহের Vd।এখানে তারের দৈর্ঘ্য পরিবর্তন করে 2L করলে তারের মধ্যে ইলেকট্রনের নতুন প্রবাহবেগ হবে-
a)Vd b) 2 Vd c)Vd /2 d)Vd/4 [2013]
22) তড়িচ্চালক বল E এবং অভ্যন্তরীণ রোধ r বিশিষ্ট চারটি তড়িৎ কোষ কে শ্রেণী সমবায়ের একটি বহিঃস্থরোধ Rএর সাথে যুক্ত করা হলো ।এগুলির মধ্যে একটি কোষকে ভুল করে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে ।সে ক্ষেত্রে বহিঃস্থ বর্তনীতে প্রবাহ মাত্রা হবে
23)প্রদর্শিত চিত্রে তিনটি তড়িৎ কোষের তড়িচ্চালক বল E1= 1V ,E2 =2V, E3=3V এবং এদের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে 1 ohm, 2 ohm ও 1 ohm। এগুলিকে চিত্রানুযায়ী সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে এক্ষেত্রে P ও Q বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে
A)1.0V B)2.0V C)2.2V D)3.0V [2014]
24)একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধ R1। না ছিড়ে তারটি টেনে প্রসারিত করা হলো যাতে দৈর্ঘ্য দ্বিগুণ হয় ।তারের ঘনত্বের কোনো পরিবর্তন হলো না। পরিবর্তিত রোধ যদি R2হয় তবে R1 : R2 হবে
A)1:1 B)1:2 C)4:1 D)1:4 [2015]
25) চিত্রে প্রদর্শিত বর্তনীতে ডায়োড গুলি সম্মুখ বয়সের রোধ 50 ওহম এবং বিপরীত বয়সে রোধ
অসীম 150 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে -
A)0.66A B)0.05A C)0 D)0.04A [2015]
26)অঙ্কিত বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা I হবে
A)1.33A B)0 C)2.00A D)1.00A
27)Aও B দুটি তড়িৎ কোষের তড়িচ্চালক বল যথাক্রমে 2V এবং 1.5 V। এবং দুটি কোষেরই অভ্যন্তরীন রোধ 5W । কোশ দুটিকে একটি 10W রোধের মধ্য দিয়ে চিত্রের ন্যায় একটি বর্তনীতে যোগ করা হলো। দুই প্রান্তের বিভব প্রভেদ যথাক্রমে EAএবং EB হলে
a) EA =2.0V EB=1.5V B)EA=2.125V EB =1.375V
C)EA =1.875VEB=1.625V D)EA =1.875V EB =1.375V [2015]
28) 400W মানের দুটি রোধ শ্রেণী সমবায়ের 8V তড়িৎচালকবল বিশিষ্ট একটি ব্যাটারির সাথে যুক্ত আছে। এখন যদি প্রথম রোধটিকে 0.5% বাড়ানো হয় তবে দ্বিতীয় রোধটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ একই রাখতে হলে এটিকে -
A) 1Wবাড়াতে হবে B)2 Wবাড়াতে হবে C)4 Wবাড়াতে হবে D)4 Wকমাতে হবে। [2015]
29)দুটি সম ব্যাসার্ধ বিশিষ্ট তারের দৈর্ঘ্য যথাক্রমে
ও
এবং এদের উপাদানের রোধাঙ্ক যথাক্রমে
ও
এখন তার দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে তাদের তুল্য রোধাঙ্ক হবে- 30)চিত্রে প্রদত্ত ঘনকটির প্রতিটি বাহুর রোধ 1 ohm ।এখন চিত্রে নির্দেশিত Aও B বিন্দুর মধ্যে কার্যকরী রোধের মান7/12 ohm ।এখন Aও B বিন্দুদের মধ্যস্থ সংযোগ অপসারিত করে নিলে ওই দুই বিন্দুদের মধ্যে কার্যকরী রোধ হবে a)7/12 ohm b)5/12 ohm c)7/5 ohm d)5/7 ohm. [2016]
31)প্রতিটি r রোধ বিশিষ্ট ছটি তার যুক্ত করে একটি চতুস্তলক গঠন করা হলো এখন তড়িৎ প্রবাহ এই বর্তনের এক প্রান্ত থেকে প্রবেশ করে অপর প্রান্ত দিয়ে নির্গত হলে সমবায়টির তুল্য রোধ হবে
a)r b)2r c)r/3 d)r/2 [2017]
32)চিত্রে প্রদর্শিত বর্তনীতে Xরোধের কোন মানের জন্য সৃষ্ট তাপীয় ক্ষমতার মান রোধটির মানের সামান্য পরিবর্তনের জন্য পরিবর্তিত হবে না
a)X=R b)X=R/3 c)X=R/2 d)X=2R [2017]
33)চিত্রে প্রদর্শিত বর্তনীতে রোধের মান 1k ohm এখন যদি X রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা হয় 1 mA তাহলেA ও B বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে
a)34V b)21V c)68V d)55V [2017]
34)100 ohm,200 ohm,300ohm,400 ohmমনের চারটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করে একটি বর্গের আকার দেওয়া হল ।যে কোনো ক্রমে সাজিয়ে ওই বর্গের কর্ণের দুই প্রান্তের মধ্যে সর্বাধিক কত তুল্য রোধ পাওয়া যেতে পারে ?
a)210 W b)240 W c)300W d)250W [2017]
35) চিত্রে বর্ণিত বর্তনীতে K সুইচটিকে অন করার বহুক্ষণ পরে 200 W রোধের মধ্য দিয়ে প্রবাহের মান কত হবে ?
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন