TRANSISTOR
USE OF A TRANSISTOR AS AN AMPLIFIER
RELATION BETWEEN THE AMPLIFICATION FACTORS
বিবর্ধক হিসাবে ট্রানজিস্টারের ব্যবহার
একটি ট্রানজিস্টারকে বিবর্ধক হিসাবে ব্যবহারের জন্য প্রদর্শিত চিত্রের ন্যায় বর্তনীতে ট্রানজিস্টারকে যুক্ত করা হয়।এক্ষেত্রে বর্তনীতে ব্যবহৃত ট্রানজিস্টারটি হল NPN টাইপ।বর্তনীতে ব্যবহৃত ধারক C1 ও C2 ফিল্টার হিসাবে কাজ করে।ধারকদ্বয় ac ও dc এর মিশ্রণ থেকে dcকে আটকে ac কে অতিক্রম করতে দেয়।
সাধারণ নিঃসারক সংযোগে প্রবাহ বিবর্ধক হিসাবে একটি ট্রানজিস্টারকে বব্যবহারের জন্য বর্তনীর বিভিন্ন উপাদানগুলি এমনভাবে নির্বাচন করা হয় যাতে ট্রানজিস্টারটির ক্রিয়া সক্রিয় অঞ্চলে থাকে।
এই অবস্থায় স্থির মানের ভূমি প্রবাহের দারুন আউটপুট বৈশিষ্ট্যলেখটি ভার রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কার্যকর dc বিন্দু বা Q বিন্দু বলা হয়। ক্ষুদ্র বিস্তারের ac সংকেতকে ইনপুট হিসাবে বর্তনীতে আরোপ করা হলে ভূমির প্রবাহের মান Ib1 থেকে Ib2 এর মধ্যে স্পন্দিত হয়।ফলে Q বিন্দু P ও Q এর মধ্যে আন্দোলিত হয়। আউটপুট বৈশিষ্ট থেকে দেখা যায় Ic এর মান Ic1থেকে Ic2 এর মধ্যে স্পন্দিত হয়। Ic এর প্রবাহই হল আউটপুট। দেখা যায় আউটপুট সংকেতের বিস্তার ইনপুটের তুলনায় বহুগুন বেশী হয়। এই ভাবে ইনপুট সংকেতের বহুগুন বিবর্ধিত সংকেত আউটপুটে পাওয়া যায়।
প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক
১)C E সংযোগে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক
C E সংযোগে V CE স্থির রেখে ভূমি প্রবাহের (Ib ) এর পরিবর্তন সাপেক্ষে সংগ্রাহক প্রবাহমাত্রার (Ic) পরিবর্তনের অনুপাতকে ac বিবর্ধন গুণাঙ্ক বলা হয়.


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন