🔹 গাণিতিক সমস্যা ও তার সমাধান
1..একটি বলকে 19.6m/sবেগে উর্দ্বে উৎক্ষেপ করা হল এবং বলটি মাটিতে ফিরে এল। নিম্নলিখিত রাশিগুলির মান নির্নয় করো।
i)অতিক্রান্ত দূরত্ব কত?
ii)সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত?
iii)সর্বাধিক উচ্চতা
iv)পূর্বের অবস্থানে ফায়ার আস্তে প্রয়োজনীয় সময় কত?
v)বস্তুর সরণ কত?
vi)গড় দ্রুতি কত?
vii)গড় বেগ কত?
viii)পূর্বের অবস্থানের কতবেগে ফিরে আসে?
[Ans:-i)39.2m.ii)2 sec. iii)19.6m. iv)4s v) Zero vi)9.8 s vii)Zero viii) -19.6m/s.]
2. 39.2 m উচ্চতার একটি বেলুন থেকে একটি পাথরকে ফেলে দেওয়া হল। ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে?যদি পাথর ফেলার মুহূর্তে বেলুনটি
i)9.8 m/sবেগে ওপরের দিকে গতিশীল
ii)9.8 m/sবেগে নিচের দিকে গতিশীল
iii)স্থির।
[Ans:-4s ,2s , $2\sqrt{2}$s ]
3.একটি টাওয়ারের ওপর থেকে একটি বলকে 19.6m/sবেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হল। 6s পরে বলটি ভূমিতে পৌছালো টাওয়ারটির উচ্চতা কত?
[Ans :-58.8m]
4.স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু ক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে?
[ Ans:-7:9 ]
5.একটি জলের ট্যাপ থেকে 1s অন্তর একটি করে জলের ফোটা পড়তে থাকে। পঞ্চম ফোটাটি যখন কলের মুখ থেকে বেরিয়ে আসতে থাকে তখন প্রথম ও তৃতীয় ফোটার অবস্থান কোথায়?
[Ans:-78.4m,19.6m]
6.একটি বস্তুকে 45m উঁচু একটি মিনারের উপর থেকে ছেড়ে দেওয়া হল বস্তুটি পতনকালের শেষ দুই সেকেন্ডে কত পথ অতিক্রম করবে?[g=10m/$s^2$]
[Ans:-40m]
7.একটি টাওয়ারের উপর থেকে একটি বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হল। বস্তুটির পতনকালের শেষ দুই সেকেন্ডে 40m অতিক্রম করলে টাওয়ারের উচ্চতা কত?[g=10m/$s^2$]
[Ans:-45m]
📚 সমাধান
সমস্যা 1:
একটি বলকে 19.6 m/s বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হল এবং এটি মাটিতে ফিরে এল। নিম্নলিখিত রাশিগুলির মান নির্ণয় করো।
উত্তর:
প্রদত্ত তথ্য:
i) অতিক্রান্ত দূরত্ব
${v^2}$=${u ^2}$-$2gh$ সমীকরণ থেকে লেখা যায়
উর্ধ্বগমনকালে বলের সর্বোচ্চ উচ্চতা:
মাটিতে ফেরার সময়ও একই দূরত্ব অতিক্রম করবে, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব:
s=19.6+19.6=39.2 m
ii) $v=u-gt$ সমীকরণ থেকে লেখা যায়
সর্বোচ্চ উচ্চতায় (v=0)পৌঁছাতে প্রয়োজনীয় সময়
iii) সর্বাধিক উচ্চতা
iv) পূর্বের অবস্থানে ফিরে আসতে প্রয়োজনীয় সময়=আরোহনকাল +অবতরণ কাল =t+t=2s+2s=4s [যেহেতু আরোহন ও অবতরণ কালের মান সমান হয় ]
v) বস্তুর সরণ
যেহেতু বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসে, তাই মোট সরণ শূন্য।
vi) গড় দ্রুতি
vii) গড় বেগ
viii) $v=u-gt $
$v=u-{g\times\frac{2u}{g}}$
$v=u-2u$
$v=-u$
পূর্বের অবস্থানে ফিরে আসার সময় বেগ
সমস্যা 2:
39.2 m উচ্চতার একটি বেলুন থেকে একটি পাথরকে ফেলে দেওয়া হল। ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে?
i) যখন বেলুনের বেগ 9.8 m/s ঊর্ধ্বমুখী
$h=-ut+\frac{1}{2}g\times{t^2}$ [direction of u is opposite to h and g] $39.2= -9.8t+\frac{1}{2}9.8\times{t^2}$
$t^2-2t-8=0$
t = - 2,4
t=4 [t can not be negative ]
ii) যখন বেলুনের বেগ 9.8 m/s নিম্নমুখী
$h=ut+\frac{1}{2}g\times{t^2}$
$39.2 = 9.8t+\frac{1}{2}9.8\times{t^2}$
$t^2+2t-8=0$
t = 2, - 4
t=2 [t can not be negative ]
iii) যখন বেলুন স্থির
$h=\frac{1}{2}g\times{t^2}$$39.2 = \frac{1}{2}9.8\times{t^2}$
$t^2=8$
$t=\sqrt{8}$
$t=2\sqrt{2}$
সমস্যা 3:
একটি টাওয়ারের ওপর থেকে একটি বলকে 19.6 m/s বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করা হল। 6s পরে বলটি ভূমিতে পৌছালো। টাওয়ারটির উচ্চতা কত?
সমস্যা 4:
স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু ক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে?
n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব:
চতুর্থ সেকেন্ডে:
পঞ্চম সেকেন্ডে:
অনুপাত:
সমস্যা 5:
একটি জলের ট্যাপ থেকে 1s অন্তর একটি করে জলের ফোটা পড়তে থাকে। পঞ্চম ফোটাটি যখন কলের মুখ থেকে বেরিয়ে আসতে থাকে তখন প্রথম ও তৃতীয় ফোটার অবস্থান কোথায়?
প্রথম ফোটার পতনকাল = 4 s
তৃতীয় ফোটার পতনকাল = 2 s
সমস্যা 6:
45 m উঁচু মিনার থেকে ফেলা বস্তুটি পতনের শেষ দুই সেকেন্ডে কত পথ অতিক্রম করবে?
সমস্যা 7:
একটি টাওয়ারের উপর থেকে একটি বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হল। বস্তুটির পতনকালের শেষ দুই সেকেন্ডে 40 m অতিক্রম করলে টাওয়ারের উচ্চতা কত?
40=$\frac{1}{2}g\times{t^2}-\frac{1}{2}g\times{(t-2)^2}$[t=বস্তুর পতন কাল ] সমীকরণটি সমাধান করে পাওয়া যায় t=3 ;
আবার, $h=\frac{1}{2}g\times{t^2}$ সমীকরণে
t=3 এবং g=10m/$s^2$বসিয়ে পাওয়া যায় ,
h=45m.
টাওয়ারের উচ্চতা 45 m.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন