Communication System

সঞ্চার ব্যবস্থা 

1) সঞ্চার ব্যবস্থা বা সঞ্চালন ব্যবস্থা কাকে বলে?

কোন তথ্য সংকেত বা বার্তা কে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে যেসব যন্ত্রপাতি এবং মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে একত্রে সঞ্চার ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বলা হয় ।

একটি যোগাযোগ ব্যবস্থার তিনটি মূল অংশ থাকে। 

a) প্রেরক যন্ত্র বা ট্রান্সমিটার

 b)সঞ্চার মাধ্যম বা চ্যানেল

 c) গ্রাহক যন্ত্র। 

 2 )সম্প্রচার মাধ্যম কাকে বলে? 

সম্প্রচার ব্যবস্থায় সংকেত প্রেরক ও গ্রাহকের মধ্যে সংযোগকারী মাধ্যম যার মধ্যে দিয়ে বার্তা সংকেত বিস্তার লাভ করে তাকে সঞ্চার মাধ্যম বলা হয় ।

3)প্রেরক যন্ত্র কাকে বলে ?

যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তথ্য সংকেতকে উপযুক্ত সঞ্চার মাধ্যমের  মধ্য  দিয়ে প্রেরণ করা হয়  তাকে প্রেরক যন্ত্র বলা হয়। 

4)গ্রাহক যন্ত্রকাকে বলে ?

 যে যান্ত্রিক ব্যবস্থা  সম্প্রচার মাধ্যমের মধ্য দিয়ে প্রেরিত বার্তা সংকেতকে গ্রহণ করে এবং এর থেকে মূল বার্তা পুনর্গঠন করে তাকে গ্রাহক যন্ত্র বলা হয়।

5)রিপিটার কাকে বলে ?

প্রেরক ,গ্রাহক এবং বিবর্ধক যন্ত্র সমন্বিত যে ব্যবস্থার মাধ্যমে শক্তির ক্ষয়ের ফলে ক্ষীন হয়ে যাওয়া সংকেতকে পুনরুজ্জীবিত করে এবং সম্প্রচারের সাহায্য করে তাকে  তাকে পুনর সম্প্রচারক বা রিপিটার বলা হয় ।মহাকাশ যোগাযোগ ব্যবস্থায় উপগ্রহের স্থাপিত যন্ত্র গুলি  পুনঃসম্প্রচারক যন্ত্রের ভূমিকা পালন করে।

6)ট্রান্সডিউসার কাকে বলে ? 

যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে সাধারণ বার্তা কে তড়িৎ সংকেতের রূপান্তরিত করা যায় বা তড়িৎ সংকেতকে সাধারণ সংকেতে রূপান্তর করা যায়, সেই যান্ত্রিক ব্যস্থাকে ট্রান্সডিউসার বলা হয়ট্রান্সডিউসার  এর সাহায্যে শক্তিকে এক রুপ  থেকে অন্যরূপে রূপান্তরিত করা যায়। 

যেমন মাইক্রোফোন হল একটি ট্রান্সডিউসার।  এর সাহায্যে শব্দ সংকেত (যান্ত্রিক তরঙ্গ) কে বৈদ্যুতিক সংকেত বা বৈদ্যুতিক তরঙ্গের রূপান্তর করা হয়।আলোক সংকেত কে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয় ফটো ডিটেক্টর এর সাহায্যে।

7)ব্লক চিত্রের সাহায্যে সঞ্চার ব্যবস্থা প্রদর্শন 



8)সংকেত পটি প্রস্থ বা সম্প্রচার পটি বলতে  কী  বোঝ?

সঞ্চার ব্যবস্থায় ব্যবহৃত সংকেত সাধারণত একক কম্পাঙ্ক যুক্ত তরঙ্গ না হয়ে নির্দিষ্ট পাল্লার মধ্যে অবস্থিত একাধিক বিভিন্ন কম্পাঙ্ক যুক্ত তরঙ্গের উপরি পাতনের ফলে সৃষ্ট লব্ধী তরঙ্গ হিসাবে অবস্থান করে ।কম্পাঙ্কের ওই পাল্লাকে সম্প্রচার পটি বা সংকেত পটি প্রস্থ বলা হয়। 

9)বাহক তরঙ্গ কাকে বলে? বাহক তরঙ্গের গুরুত্ব লেখো। 

দূর সঞ্চার ব্যবস্থায় কোন তথ্য সংকেতকে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত পাঠানোর জন্য সংকেত তরঙ্গের তুলনায় অনেক গুণ উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্য নেওয়া হয়। এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ কে বাহক তরঙ্গ বলা হয়।

বাহক তরঙ্গের গুরুত্ব

সাধারণ বার্তা সংকেতের কম্পাঙ্ক খুব কম হয়। ফলে সরাসরি এই  সংকেত প্রেরণের জন্য  প্রেরক অ্যান্টেনার দৈর্ঘ্য অনেক বড় হওয়ার প্রয়োজন হয়। এই ধরনের বড় এন্টেনা তৈরি এবং তার ব্যবহার খুবই অসুবিধা জনক হয় ।অপরদিকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ ব্যবহার করার ফলে  প্রেরক এন্টেনার দৈর্ঘ্য অনেক কম হয়,যেটি তৈরি ও ব্যবহার সুবিধাজনক হয় ।এছাড়া বিভিন্ন প্রেরণ কেন্দ্র থেকে একই কম্পাঙ্কের বার্তা সংকেত প্রেরণ করলে তাদের পৃথকভাবে গ্রহণ করা সম্ভবত হয় না ফলে সংকেত অস্পষ্ট হয় ।অপরদিকে বিভিন্ন প্রেরক কেন্দ্রগুলি ভিন্ন মানের উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ ব্যবহার করার ফলে কেন্দ্র গুলির কম্পাঙ্কের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে এবং সংকেত গুলিকে স্পষ্ট ভাবে আলাদা করে গ্রহণ করা সম্ভব হয়।

সঞ্চার ব্যবস্থার সমগ্র অংশ