BOHR'S THEORY
1)বোর তত্বের স্বীকার্য গুলি লেখ।
2)বোর তত্ব থেকে ডি - বগলি প্রকল্পটি প্রতিষ্ঠা কর।
3)হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় কর।
4)একটি পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এর অনুপাত কত ?
5)একটি পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথে বেগের অনুপাত কত?
6)একটি পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের শক্তির অনুপাত কত?
7)বামার শ্রেণীর উৎপত্তির কারণ ব্যাখ্যা করো।
8)হাইড্রোজেন বর্ণালীর কোন শ্রেণীর দৃশ্যমান আলোর অঞ্চলের অন্তর্ভুক্ত?
9)আয়নন শক্তি বলতে কি বোঝ ?
10)মোজলের সূত্রটি বিবৃত কর।
Short Question
1)হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষে বেগের কত গুণ?
2)হাইড্রোজেন পরমাণুর প্রথম উদ্দীপিত স্তরে ইলেকট্রনের মোট শক্তি -3.4eV হলে ওই ইলেকট্রনের গতিশক্তি কত হবে ?
3)যদি কোন পরমাণুর আয়নন বিভব 3.4V হয় তবে ওই পরমাণুর শক্তির পরিমাণ কত হবে ?
4)হাইড্রোজেন বর্ণালীর দৃশ্যমান অংশের নাম কি ?
5)হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত ?
6)পরমাণুতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের কোয়ান্টাম শর্তটি লেখ।
7)হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের কত গুণ?
8)হাইড্রোজেন পরমাণুর ভৌম্য স্তরে ইলেক্ট্রনের শক্তি - 13.6eV। এই পরমাণুকে তার প্রথম উত্তেজিত স্তর থেকে আয়নিত করতে কত শক্তি প্রদান করতে হবে ?
9)হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথের শক্তির পরিমাণ কত হবে?
10) প্ল্যাঙ্ক ধ্রুবকের এসআই একক কি ?
11)হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষে ইলেকট্রনের শক্তির রাশি লেখ.
2015
1)হাইড্রোজেন পরমাণুর কোন একটি শক্তিস্তরে ইলেকট্রনের মোট শক্তি -1.51eV । ওই স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান a)n=1 b)n=2 c)n=3 d)n=4 1
2)পরমাণুর ভর সংখ্যার সাথে নিউক্লিয়ন কনা প্রতি বন্ধনশক্তির পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন কর। ওই লেখচিত্রের সুস্থির ও অস্থির অঞ্চল দুটি চিহ্নিত কর।
3) হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোরের কোয়ান্টাম শর্ত বিবৃত করো। এসআই পদ্ধতিতে বোর ব্যাসার্ধের মান কত?
2016
1)হাইড্রোজেন বর্নালীতে লিম্যান ও বামার শ্রেণীর নূন্যতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে-
a)10b)5 c)0.25 d)1.25. 1
2)একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি- 1.51eV ।বোরের তত্বানুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় কর ।২
৩)হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোরের স্বীকার্য গুলি বিবৃত কর।৩
2017
1)একটি এক রশ্মি উৎপাদক যন্ত্রে ক্যাথোড ও অ্যানোড এর মধ্যে ৫০ হাজার ভোল্ট বিভব প্রভেদ প্রযুক্ত। যন্ত্রটি থেকে নির্গত X-রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে নির্ণয় কর। h=6.62x10-34J-s.2
2) নিউট্রিনকে সনাক্ত করা দুঃসাধ্য কেন ?1
3) একই চৌম্বকক্ষেত্রে একটি বিটা কণার পথের বক্রতা সমদ্রুতি সম্পন্ন আলফা কণার পথের বক্রতা অপেক্ষা বেশি হয় কেন?1
৪)হাইড্রোজেন পরমাণুর ইলেক্ট্রন n=3 n=2 কক্ষে ঝাঁপ দিলে নিঃসৃত আলোর তরঙ্গদৈর্ঘ কত?প্রদত্ত হাইড্রোজেনের রিড রিডবার্গ ধ্রুবকRH =1.09x107m-1 2.
2018
১)একটি X রশ্মি টিউব এ V ত্বরণ ভোল্টেজ ব্যবহার করে যে এক্স রশ্মি উৎপন্ন হয় তার সর্বোচ্চ কম্পাঙ্ক এদের কোনোটিই নয়
২)বোরের পরমাণু মডেলের স্বীকার্য প্রয়োগ করে nতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিষ্ঠা কর। ৩)পরমাণুর ক্ষেত্রে আয়নায়ন শক্তি কি? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এর মান কত?
2019
1)হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1.51eV হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে
2) বৈশিষ্ট্যমূলক X-রশ্মি বর্ণালি গঠিত হয় কিভাবে?
3)হাইড্রোজেনের রিডবার ধ্রুবকের মান 109737 সেন্টিমিটার ইনভার্স হলে বামার শ্রেণীর দীর্ঘতম ও হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
2022
1)হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ - 3.4eV। ওই স্তরে স্থিতিশক্তির মান হবে-
a) -3.4 eV b) - 6.8 eV c)3.4eV d) 6.8 eV
2) নিচের কোন সংক্রমণের জন্য হাইড্রোজেন পরমাণু থেকে নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক সবচেয়ে কম হয় -
a)n=2থেকে n=2 b)n=4থেকে n=3 c)n=3থেকে n=1 d)n=4থেকে n=2 .
3) Kg/m
3এককে নিউক্লিয়াসের ঘনত্ব
a)
1011 b)
1014 c)
1017 d)
1020 4)পরমাণুর তৃতীয় কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রন এর কৌণিক ভরবেগ কত? 1
5)হাইড্রোজেন বর্নালির যে অংশ তড়িৎচুম্বকীয় বর্ণালী দৃশ্যমান অঞ্চলে অবস্থিত তার নাম লেখ।1
2023
1)হাইড্রোজেন বর্নালীতে লীম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হল-
a)1:4b)4:1c)5:4d)4:3
2)i)হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত বোরের কোয়ান্টাম শর্তটি উল্লেখ কর।
ii)বোরের তত্ত্ব ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুতে কক্ষপথে অবস্থিত ।ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় কর।১+২
2024
1)বোর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ L এবং ব্যাসার্ধ r এর মধ্যে সম্পর্ক
হল
a)L
r b)L
r-1 c)L
r2 d ) ব্যাসার্ধের ওপর নির্ভর করে না।
2)i)প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি -13.6evরীডবার্গ ধ্রুবকের মান নির্ণয় কর ।
ii)হাইড্রোজেন পরমাণুর জন্য শক্তি স্তরের চিত্র অঙ্কন কর।সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মির ও দৃশ্যমান রশ্মির অঞ্চল দুটি চিহ্নিত কর।1+1
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন