COMMUNICATIUON SYSTEM HS PREVIOUS YEARS QUESTIONS
2015
1) নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্বে পাঠানো সম্ভব হয় না বলে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ উক্ত বেতার তরঙ্গের সাথে উপরিপাতিত করা হয়।এই পদ্ধতিকে বলা হয়
a)বিবর্ধন b)একমুখীকরণ c)মডুলেশন d)দোলন। 1
২)এমপ্লিচিউড মডুলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন কর। মডিউলেশন সূচক এর রাশিমালা লেখো প্রতিটি রাশি উক্ত চিত্রে দেখাও।1+1
3) ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় -লেখ। মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার উল্লেখ কর।1+1
2016
1)নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয় a)ভূমি তরঙ্গ b)আকাশ তরঙ্গ c)স্পেস তরঙ্গ d)এদের কোনোটিই নয়।1
2)বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন ?2
3)ডিমডিউলেশন বলতে কী বোঝায়? মডুলেশন সূচকের গুরুত্ব কি ?1+1
2017
1)বিস্তার প্রকম্পনের সংজ্ঞা দাও। একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার। টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় করো ।(পৃথিবীর ব্যাসার্ধ 6.4x106মিটার )1+1
2018
1)এন্টেনা কি? একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3x108 Hz হলে দ্বিমেরু এন্টেনার দৈর্ঘ্য নির্ণয় কর।১+১`
2019
1)একটি টিভির টাওয়ারের উচ্চতা 120 মিটার ।যদি সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে?2
2) এমপ্লিচিউড মডিউলেটেড তরঙ্গের পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন কর ।1
3)মডুলেশন সূচকের রাশিমালা লেখো ।1
4)যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত, সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে বলা হয় a)বিস্তার মডিউলেশনb) ডি মডুলেশন c)একমুখীকরণd) বিবর্ধন।
2022
1)উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হল a)মাইক্রোওয়েভ b)অতি বেগুনি রশ্মি c)গামারশ্মি d)অবলোহিত রশ্মি।
2023
1)যোগাযোগ ব্যবস্থায় যে স্থানে সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হল
a)প্রেরক স্থানে b)সম্প্রচার মাধ্যমে c)বার্তা সংকেত উৎস স্থলে d)সংগ্রাহক স্থানে।
2)যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি চিহ্নিত ব্লক চিত্র অঙ্কন কর।2
2024
1)যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে বলেa) বিস্তার মডুলেশন b)ডি মডুলেশন c)বিবর্ধন ক্রিয়া d)একমুখীকরণ।
2) মহাকাশ তরঙ্গের বিস্তারণ( সঞ্চারণ) কী? কেন এই বিস্তারণ পৃথিবী পৃষ্ঠের উপর ক্ষুদ্র দূরত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় ?
3)যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক 5KHz হয় তবে100KHz পটিবেধের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা নির্ণয় করো।2
1) নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্বে পাঠানো সম্ভব হয় না বলে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ উক্ত বেতার তরঙ্গের সাথে উপরিপাতিত করা হয়।এই পদ্ধতিকে বলা হয়
a)বিবর্ধন b)একমুখীকরণ c)মডুলেশন d)দোলন। 1
২)এমপ্লিচিউড মডুলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন কর। মডিউলেশন সূচক এর রাশিমালা লেখো প্রতিটি রাশি উক্ত চিত্রে দেখাও।1+1
3) ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় -লেখ। মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার উল্লেখ কর।1+1
2016
1)নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয় a)ভূমি তরঙ্গ b)আকাশ তরঙ্গ c)স্পেস তরঙ্গ d)এদের কোনোটিই নয়।1
2)বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন ?2
3)ডিমডিউলেশন বলতে কী বোঝায়? মডুলেশন সূচকের গুরুত্ব কি ?1+1
2017
1)বিস্তার প্রকম্পনের সংজ্ঞা দাও। একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার। টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় করো ।(পৃথিবীর ব্যাসার্ধ 6.4x106মিটার )1+1
2018
1)এন্টেনা কি? একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3x108 Hz হলে দ্বিমেরু এন্টেনার দৈর্ঘ্য নির্ণয় কর।১+১`
2019
1)একটি টিভির টাওয়ারের উচ্চতা 120 মিটার ।যদি সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে?2
2) এমপ্লিচিউড মডিউলেটেড তরঙ্গের পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন কর ।1
3)মডুলেশন সূচকের রাশিমালা লেখো ।1
4)যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত, সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে বলা হয় a)বিস্তার মডিউলেশনb) ডি মডুলেশন c)একমুখীকরণd) বিবর্ধন।
2022
1)উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হল a)মাইক্রোওয়েভ b)অতি বেগুনি রশ্মি c)গামারশ্মি d)অবলোহিত রশ্মি।
2023
1)যোগাযোগ ব্যবস্থায় যে স্থানে সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হল
a)প্রেরক স্থানে b)সম্প্রচার মাধ্যমে c)বার্তা সংকেত উৎস স্থলে d)সংগ্রাহক স্থানে।
2)যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি চিহ্নিত ব্লক চিত্র অঙ্কন কর।2
2024
1)যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে বলেa) বিস্তার মডুলেশন b)ডি মডুলেশন c)বিবর্ধন ক্রিয়া d)একমুখীকরণ।
2) মহাকাশ তরঙ্গের বিস্তারণ( সঞ্চারণ) কী? কেন এই বিস্তারণ পৃথিবী পৃষ্ঠের উপর ক্ষুদ্র দূরত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় ?
3)যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক 5KHz হয় তবে100KHz পটিবেধের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা নির্ণয় করো।2
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন