USE OF ZENER DIODE AS A VOLTAGE REGULATOR

বিভব নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োডের এর ব্যবহার

 জেনার ডায়োড ব্যবহার করে বিভব নিয়ন্ত্রক  বর্তনীর গঠন চিত্রে দেখানো হলো। পরিবর্তনশীল DC উৎসের সাথে শ্রেণীতে যুক্ত একটি R রোধের (ভার রোধ) মাধ্যমে জেনার ডায়োডকে  যুক্ত করা হয় । R এর মান এমন নেওয়া হয় যাতে জেনার ডায়োডটি এর ভঞ্জক অঞ্চলে ক্রিয়াশীল থাকে।জেনার ডায়োডকে  লোড রোধের\(R_L\)সমান্তরালে যুক্ত করা হয় ।

এই বর্তনীতে ইনপুট DC বিভব (V ) এর পরিবর্তন হলেও লোড রোধ \(R_L\) এর দুই প্রান্তের বিভব \(V_0\) স্থির থাকে।এক্ষেত্রে জেনার ডায়োড  এই বিভব নিয়ন্ত্রণের কাজটি করে। 
এখন জেনার  বিভব \(V_z\)হলে \(V_{0}=V_{z}=V-IR\)। ইনপুট বিভবV বৃদ্ধি পেলে R এর মধ্য দিয়ে প্রবাহ বৃদ্ধি পায় । জেনার ডায়োডটি ভঞ্জক  অঞ্চলে থাকায় এর মধ্য দিয়ে প্রবাহও বৃদ্ধি পায় ।R এর দুই প্রান্তের বিভব পতন  বৃদ্ধি পায়  ।ফলে লোড রোধের দুই প্রান্তের বিভব \(V_0\) স্থির থাকে।
একইভাবে ইনপুট  বিভব হ্রাস পেলে জেনার ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ এমন ভাবে হ্রাস পায় যাতে \(V_0\)  স্থির থাকে।
এইভাবে জেনার ডায়োড ব্যবহার করে পরিবর্তনশীল বিভব উৎস থেকে স্থির মানের আউটপুট বিভব পাওয়া সম্ভব হয়।
ইনপুট বিভবের পরিবর্তনের পাল্লা এবং আউটপুটের বিভবের ওপর নির্ভর করে ভার রোধের (R)মান ,জেনার ডায়োডের ক্ষমতা \(P_z\) ও জেনার বিভব \(V_z\)নির্বাচন করতে হয়। 


বিগত বছরগুলির কয়েকটি প্রশ্ন :-
1)জেনার ডায়োড কী ? বিপরীত বয়সে এরূপ ডায়োডের জন্য বিভবপ্রভদের সাথে প্রবাহের পরিবর্তন দেখিয়ে একটি লেখচিত্র অঙ্কন করো এবং ওই লেখচিত্রে ব্রেকডাউন বিভাব নির্দেশ করো।এই ডায়োডের একটি গুরুত্ব পূর্ণ ব্যবহার উল্লেখ করো।[2015]
2)জেনার ডায়োড কী ?জেনার ডায়োড কিভাবে রোধের প্রান্তে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে তা বার্তানীচিত্র সহ ব্যাখ্যা করো. [2018]
3)বিভব নিয়ন্ত্রক রূপে জেনার ডায়োডের ব্যবহার একটি চিত্রের (বর্তনীর) সাহায্যে ব্যাখ্যা করো।1+2 [2023]
কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন 
1)বিভব নিয়ন্ত্রক হিসাবে কোন ডায়োড ব্যবহার করা হয়?
উঃ- বিভব নিয়ন্ত্রক হিসাবে কোন ডায়োড ব্যবহার করা হয়। 
2)জেনার ডায়োডকে বিভাব নিয়ন্ত্রক হিসাব ব্যবহার করতে হলে এটিকে কোন বায়াসে  ব্যবহার করতে হয়?
উঃ -বিপরীত বায়াসে (Reverse bias)
3)পরীক্ষাগারে জেনার ডায়োডের একটি ব্যবহারিক গুরুত্ব লেখ।
উঃ -পরীক্ষাগারে জেনার ডায়োড বিভব নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার করা ।
4)সম্মুখ বায়াসে  জেনার ডায়োড সাধারণ PN জংশন   ডায়োডের মত আচরণ করে। উক্তিটি কি সত্য  ?
উঃ -হ্যা ,সত্য।