EDDY CURRENT 

 ঘূর্ণি প্রবাহ 

যখন কোন পরিবাহী পদার্থের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স সময়ের সাথে পরিবর্তিত হয় তখন পরিবাহীর ভিতরে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এই প্রবাহকে ঘূর্ণি প্রবাহ বলা হয় ।

ঘূর্ণি প্রবাহ সৃষ্টির কারণ 

কোন পরিবাহী পদার্থ ও চৌম্বকক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে বা পরিবাহী পদার্থটিকে কোন পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে  রাখা হলে পদার্থটির সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে হলে পরিবাহীটির সমগ্র অংশ জুড়ে বদ্ধ পথে প্রবাহ আবিষ্ট হয়। যার অভিমুখ  লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। 

ঘূর্ণি প্রবাহের ক্ষতিকারক প্রভাব 

লেঞ্জের সূত্র অনুসারে ঘূর্ণিপ্রবাহ এর সৃষ্টির কারণকে বাধা দেয়। এই বাধার ফলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ।ফলে শক্তির অপচয় হয় ।

শক্তির অপচয় হ্রাস করার জন্য কি কি ব্যবস্থা করা হয় ?

ঘূর্ণি প্রবাহ জনিত শক্তি ক্ষয়ের হ্রাস করার জন্য পরিবাহী পদার্থটিকে এককভাবে না নিয়ে বেশ কিছু সংখ্যক পাতলা ধাতব পাতকে সমান্তরালভাবে যুক্ত করে পরিবাহীটি গঠন করা হয় ।পরিবাহী পাতগুলির  উপর বার্নিশ জাতীয় পদার্থের প্রলেপ দেওয়া হয়। ফলে প্রতিটি পাতের মধ্যে ঘূর্ণি প্রবাহ হলেও প্রবাহ পথের দৈর্ঘ্য হ্রাস পায় এবং এর ফলে  শক্তি অপচয় হ্রাস পায়।

 ঘূর্ণি প্রবাহের ব্যবহার :-

ঘূর্ণি প্রবাহের অবাঞ্ছিত কিছু প্রভাব থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে ঘূর্ণি প্রবাহ ব্যবহার করা হয় যেমন i)আবেশ চুল্লি তৈরিতে ঘূর্ণি প্রবাহকে ব্যবহার করা হয় ।

ii) গ্যালভানোমিটারের  দোলন দ্রুত কমানোর জন্য ঘূর্ণি প্রবাহের বাঁধাকে কাজে লাগানো হয় ।

iii)গাড়ির স্পিডোমিটারে ঘূর্ণি প্রবাহকে কাজে লাগানো হয় ।

iv)দ্রুতগামী ট্রেনের চুম্বক ব্রেক তৈরিতে ঘূর্ণি প্রবাহকে ব্যবহার করা হয়।