PN JUNCTION DIODE
1)CHARACTARISTIC CURVE 2)APPLICATIONS.
1)pn জাংশন ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন ও তার ব্যাখ্যা
একটি pn সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কনের জন্য ডায়োডকে প্রদর্শিত চিত্রের ন্যায় বর্তনীতে যুক্ত করা হয়।সংযোগ ডায়োড বর্তনীতে বায়াসবিভব(V ) এর পরিবর্তন করলে প্রবাহমাত্রা (I ) এর পরিবর্তন হয়।Vএর বিভিন্ন মানের জন্য প্রাপ্ত I এর বিভিন্ন মান গুলি নিয়ে লেখচিত্র অঙ্কন করলে প্রদর্শিত চিত্রের ন্যায় একটি লেখচিত্র পাওয়া যায়।এই লেখচিত্রকে pn সংযোগ ডায়োড বৈশিষ্ট্য লেখচিত্র বলা হয়।
লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে যখন সংযোগ ডায়োডটি সম্মুখ বায়াসে থাকে তখন Vc ভোল্ট পর্যন্ত বর্তনীতে কোনো প্রবাহ পাওয়া যায় না। কিন্তু Vc এর চেয়ে সামান্য বিভব বৃদ্ধি করলেই প্রবাহ সূচকীয় হরে বৃদ্ধি পায় ।এই ন্যূনতম বিভাবকে ছেদক বিভব বলা হয়।এর মান অর্ধপরিবাহীর উপর নির্ভর করে।
এরপর ডায়োডকে বিপরীত বায়াসে যুক্ত করলে বর্তনীতে প্রবাহ প্রায় পাওয়া যায় না।বিভব বৃদ্ধিতেও প্রবাহ বৃদ্ধি প্রায় হয় না।একটি বিশেষ বিভবের জন্য প্রবাহ হঠাৎ বৃদ্ধি পায়। এই বিভাবকে জেনার বিভাব ও ওই ঘটনাকে জেনার ক্রিয়া বলা হয়।
2)পূর্ণ তরঙ্গ একমুখীকরন
ডায়োড ব্যবহার করে পূর্ণ তরঙ্গ একমুখীকরন করা যায়।চিত্রে দুটি ডায়োড ব্যবহার করে পূর্ণতরঙ্গ একমুখীকরণের জন্য প্রয়োজনীয় বর্তনী অঙ্কন করা হল।
এই ব্যবস্থায় ইনপুট AC ভোল্টেজের ধনাত্মক ও ঋণাত্মক উভয় অর্ধচক্রেই আউটপুট ভোল্টেজ পাওয়া যায়।তাই একে পূর্ণতরঙ্গ একমুখীকরক বলা হয়।মেইন লাইনের AC ভোল্টেজ কে একটি উপযুক্ত ট্রান্সফর্মারের মধ্য দিয়ে পাঠানো হয় ফলে আউটপুটে প্রয়োজনীয় মানের AC পাওয়া যায়। এই AC কে ডায়োড এর মধ্যদিয়ে পাঠিয়ে DC আউটপুট পাওয়া যায়।ইনপুট AC এর একটি পূর্ণচক্রের এক অর্ধাংশে D1সম্মুখ এবং D2 বিপরীত বায়াস পায় অপর অর্ধাংশে D1 বিপরীত বায়াস পায় এবং D2সম্মুখ বায়াস পায়। ফলে ডায়োড গুলির মধ্যে দিয়ে বিরতি যুক্ত একমুখী প্রবাহ হলেও লোড রোধের মধ্যে দিয়ে একটানা একমুখী প্রবাহ পাওয়া যায় এবং লোড রোধের দুইপ্রান্তের বিভব একমুখী হয়।এই ভাবে পূর্ণতরঙ্গ একমুখীকরণ করা যায়।
বিশেষ দ্রষ্টব্য:-
1)অর্ধতরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে আউটপুট রিপলের কম্পাঙ্ক ইনপুট কম্পাঙ্কের সমান হয়।
2)পূর্ণতরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে আউটপুট রিপলের কম্পাঙ্ক ইনপুট কম্পাঙ্কের দ্বিগুন হয়।
আরো পড়ার জন্য নিচে ক্লিক কর
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন