Form Factor and Q factor
আকৃতি গুণক(Form Factor) কি ?
পরিবর্তী ভোল্টেজ বা পরিবর্তী প্রবাহের rms মান ও গড় মানের অনুপাতকে পরিবর্তীত ভোল্টেজ বা প্রবাহের অনুপাতকে আকৃতি গুণক বলা হয়। সাইনধর্মী ভোল্টেজ বা প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণক 1.11 হয়।
আকৃতি গুণক এর মান থেকে পরিবর্তী তরঙ্গের প্রকৃতি জানা যায়।
Q গুণক
অনুনাদী কম্পাঙ্ক ও অনুনাদী লেখর দুই পাশ্বে অর্ধ ক্ষমতার বিন্দুতে অনুনাদী লেখ এর প্রস্থের অনুপাতই হলো বর্তনীর Q সংখ্য।
অনুনাদী কম্পাঙ্ক ও অনুনাদী লেখর দুই পাশ্বে অর্ধ ক্ষমতার বিন্দুতে অনুনাদী লেখ এর প্রস্থের অনুপাতই হলো বর্তনীর Q সংখ্য।
Q গুণক এমন একটি মাত্রাহীন সংখ্যা যার সাহায্যে LCR শ্রেণী বর্তনীর অনুনাদের তীক্ষ্ণতার পরিমাপ পাওয়া যায়। Q গুণক
Click here for পরিবর্তী প্রবাহ
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন