স্প্রিংয়ের বলধ্রুবক ও  সঞ্চিত শক্তি

Force constant of spring and its elastic potential Energy

মনেকরি  একটি স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকে অপার প্রান্তে  F  বল প্রয়োগ করা  দৈর্ঘ্য  বৃদ্ধি হয় x .

Fax

F=Kx 

যেখানে K =  ধ্রুবক।   K কে স্প্রিংয়ের বলধ্রুবক  বলা  হয়।

 স্প্রিংয়ের একক দৈৰ্ঘ্য বৃদ্ধির জন্যে যে পরিমান  বলের প্রয়োজন হয় তাকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হয়. 

বলধ্রুবকের একক :-

S I  একক:-N /m

C G S  একক:-dyn /Cm 

স্প্রিংয়ের বল ধ্রুবক ,পৃষ্ঠটান ,পৃষ্ঠশক্তি সমমাত্রিকরাশি।

 স্প্রিংয়ে সঞ্চিত শক্তি

মনেকরি  একটি স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকে অপার প্রান্তে  F  বল প্রয়োগ করা  দৈর্ঘ্য  বৃদ্ধি হয় x । F=Kx [K  স্প্রিংয়ের বলধ্রুবক ]

দৈর্ঘ্যে  বৃদ্ধি =x হলে প্রযুক্ত বল F=kx

এখন  x=0 হলে F=0 , 

x দৈর্ঘ্য বৃদ্ধির জন্য  প্রযুক্ত গড়  বল


অতএব x দৈর্ঘ্য  জন্য কৃতকার্য =


এই কার্য স্প্রিংয়ে স্থিতিস্থাপক  স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকে।

স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি =       

কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন :-

-------------------------------------------------------------------------------------------------------------------

1.স্প্রিংয়ের বল ধ্রুবক কোন ভৌত রাশিকে প্রকাশ করে?

উ :-স্প্রিংয়ের বল ধ্রুবক স্প্রিংয়ের অনমনীয়তাকে (rigidity)  প্রকাশ করে। 

2.স্প্রিংয়ের বল ধ্রুবক এর সাথে সমমাত্রিক একটি ভৌত রাশির উদাহরণ দাও। 

উ :-এর সাথে সমমাত্রিক একটি ভৌত রাশির উদাহরণ হল পৃষ্ঠটান । 

3.Kবল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুটি  টুকরো করা হলে টুকরো গুলির বল ধ্রুবক কত হবে ?

উ :-Kবল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুটি  টুকরো করা হলে টুকরো গুলির বল ধ্রুবক 2K হবে ?


👉এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য "স্থিতিস্থাপকতা"  অধ্যায়ের  'স্প্রিংয়ের বল ধ্রুবক' অংশটি দেখতে হবে।  এর জন্য নীচে লেখার উপর ক্লিক করুন। 

👉স্থিতিস্থাপকতা