ডপলার ক্রিয়া

 শব্দের ডপলার ক্রিয়া বলতে কি বোঝ?

 কোন শব্দ উৎস ও শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকলে শ্রোতার কাছে উৎসের তীক্ষ্ণতার আপাত পরিবর্তন অনুভূত হয়। এই ঘটনাকে ডপলার ক্রিয়া বলা হয় ।

এক্ষেত্রে উৎসের কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন ঘটে তাকে ডপলার বিচ্যুতি বলা হয় ।


কয়েকটি প্রশ্ন

i)ডপলার ক্রিয়ায় শব্দের কোন ধর্মের আপাত পরিবর্তন ঘটে?

উঃ -ডপলার ক্রিয়ায় শব্দের তীক্ষ্ণতার আপাত পরিবর্তন ঘটে। 

ii)আলোর ডপলার ক্রিয়া হয় কি?

উঃ -হ্যা, আলোর ডপলার ক্রিয়া হয়

iii) লাল বিচ্যুতি কী  ?

উঃ -আলোক উৎস এবং পর্যবেক্ষক পরস্পরের থেকে দূরের দিকে গতিশীল হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের আপাত বৃদ্ধি ঘটে। দৃশ্যমান আলোর মধ্যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশী। তাই আলোক উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক  গতির দরুন আলোর তরঙ্গ  দৈর্ঘ্যের আপাত বৃদ্ধিকে লাল বিচ্যুতি বলা হয়। 

iv)নীল বিচ্যুতি কী ? 

উঃ -আলোক উৎস এবং পর্যবেক্ষক পরস্পরের  দিকে গতিশীল হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের আপাত হ্রাস  ঘটে। দৃশ্যমান আলোর মধ্যে নীল  রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম । তাই আলোক উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক  গতির দরুন আলোর তরঙ্গ  দৈর্ঘ্যের আপাত হ্রাসকে  নীল  বিচ্যুতি বলা হয়।v)কোন বিচ্যুতি থেকে বোঝা যায় মহাবিশ্ব প্রসারিত হচ্ছে?

উঃ - লাল বিচ্যুতি থেকে বোঝা যায় মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। 


এ বিষয়ে  আরো জানতে   নিচের লেখাতে ক্লিক করুন।

ডপলার ক্রিয়া